fbpx
হোম জাতীয় প্রতিশ্রুতি রক্ষা করতেই এসেছি,ডিগবাজি দিতে নয় : সিইসি
প্রতিশ্রুতি রক্ষা করতেই এসেছি,ডিগবাজি দিতে নয় : সিইসি

প্রতিশ্রুতি রক্ষা করতেই এসেছি,ডিগবাজি দিতে নয় : সিইসি

0

প্রধান  নির্বাচন কমশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ২০১৮ সালের মতো নির্বাচন আর হবে না।

মঙ্গলবার (২৬ জুলাই) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে সংলাপে তিনি একথা বলেন।

নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, তার দেয়া প্রতিশ্রুতির মূল্য অবশ্যই থাকবে। কারণ তারা প্রতিশ্রুতি রক্ষা করতেই এসেছেন, ডিগবাজি দিতে নয়।

তিনি আরও জানান, আগামীতে কোন নির্বাচনে, দুর্নীতিতে জড়াবে না ইসি। ভোটে অর্থ ও পেশিশক্তির ব্যবহার বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান প্রধান নির্বাচন কমিশনার।

এক ফোঁটা হলুদও নেই

মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম দিনের প্রথম সংলাপে অংশ নেয়। এতে অংশ নিয়ে দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, লেভেল প্লেয়িং ফিল্ড গ্রহণযোগ্য ভোট, ম্যাজেস্ট্রেটি ক্ষমতাসহ সেনা নিয়োগ, ইভিএম বাদ দিয়ে ব্যালটে ভোট, ভোটের সময় জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসির হাতে ন্যাস্তসহ ১১ দফা দাবি তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে।

দুপুর ১২ টায় বিকল্প ধারা ও বিকেল ৪ টায় সংলাপ হবে এনপিপির সাথে। এদিন আমন্ত্রিত থাকলেও সংলাপে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

চেঞ্জ টিভি ডট প্রেস, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত,ভিজিট করুন এর ওয়েবসাইট: ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস, ইউটিউব: ইউটিউব ডট কম শ্ল্যাস চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক,কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে।

গত ১৭ জুলাই থেকে শুরু হয় নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সাথে ইসির টানা বৈঠক। প্রতিদিন চারটি দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *