fbpx
হোম অন্যান্য পৃথিবীর আকাশে ৫০ হাজার বছর পর ফিরে আসছে সেই বিরল সবুজ ধূমকেতু !
পৃথিবীর আকাশে ৫০ হাজার বছর পর ফিরে আসছে সেই বিরল সবুজ ধূমকেতু !

পৃথিবীর আকাশে ৫০ হাজার বছর পর ফিরে আসছে সেই বিরল সবুজ ধূমকেতু !

0

শেষবার পৃথিবীর আকাশে যখন সবুজ রঙের ধূমকেতুটি দেখা গিয়েছিল তখন এই গ্রহে রাজত্ব করছে নিয়ান্ডারথাল মানুষরা। প্রাগৈতিহাসিক সেই যুগের পর আবার ফিরছে সেই মহাজাগতিক আলোকপিণ্ডটি। যার পোশাকি নাম সি/২০২২ ই৩ (জেডটিএফ)।

গত বছরের মার্চে বৃহস্পতির কক্ষপথে এটি খুঁজে পেয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। শনিবার পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসবে এই ধূমকেতু। ধূমকেতুর শরীরে থাকে বরফের আচ্ছাদন। ভেতরে থাকে অন্ধকার জৈব উপদান। সৌরজগতের গঠন সম্পর্কে বিশদে জানতে ধূমকেতুর উপর নির্ভর করেন বিজ্ঞানীরা। তাই প্রতিটি নতুন ধূমকেতুকে নিরীক্ষণ করেন তারা। স্বাভাবিক ভাবেই সবজেটে এই ধূমকেতুকে ঘিরে আগ্রহের শেষ নেই সাধারণ ভাবেই। উল্লেখ্য, সূর্যের যত কাছে এগোচ্ছে সে, ততই গলে যাচ্ছে তার বরফের লেজ।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ৫০ হাজার বছর আগে শেষবার দেখা গিয়েছিল সবুজ রঙের ধূমকেতু। সেই সময় পৃথিবীতে সবে মাত্র আবির্ভূত হয়েছে হোমো স্যাপিয়েন্স। কিন্তু গ্রহের রাজত্ব নিয়ান্ডারথালদের হাতে। লাদাখে অবস্থিত হিমালয়ান চন্দ্র টেলিস্কোপ তুলে ফেলেছে এই নব আবিষ্কৃত ধূমকেতুর ছবি। বোঝা যাচ্ছে, এটি বেশ দ্রুতগামী।

কেমন গঠন এই ধূমকেতুটির? জানা যাচ্ছে, এর লেজের সংখ্যা দুই। যা তৈরি হয়েছে মূলত গ্যাস ও ধুলা দিয়ে। এবার দূরে চলে গেলে কী আবার ৫০ হাজার বছর পরেই ফিরবে সি/২০২২ ই৩? জেসিকা লি নামের এক জ্যোতির্বিজ্ঞানী জানাচ্ছেন, ‘আমাদের কাছে এমন হিসেব নেই যে এবার পৃথিবী পেরিয়ে কতদূর চলে যাবে ধূমকেতুটি। তবে এটা বলতেই পারে, আবারও যদি এটা ফিরে আসে সেটা অন্তত ৫০ হাজার বছরের আগে হবে না।’

খালি চোখেই কী দেখা যাবে? বিজ্ঞানীরা জানিয়েছেন, যাবে। তবে টেলিস্কোপেই ভালো দেখা যাবে। খালি চোখে দেখা গেলেও ততটা উজ্জ্বল ভাবে যাবে না। জানুয়ারির দ্বিতীয়ার্ধ পর্যন্ত খেয়াল করলে আকাশে ঐ সবুজ ধূমকেতুকে দেখা যাবে। তবে ধীরে ধীরে কমে যাবে উজ্জ্বলতা।

 

 

সূত্র: সংবাদ প্রতিদিন

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *