fbpx
হোম বিনোদন পুলিশ অফিসারের কণ্ঠে আত্মশুদ্ধির গান
পুলিশ অফিসারের কণ্ঠে আত্মশুদ্ধির গান

পুলিশ অফিসারের কণ্ঠে আত্মশুদ্ধির গান

0

এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে/ তুমি কি জানবে না তোমার নিজেকে/ প্রভুকে / তুমি কি কাঁদবেনা অশ্রু ফেলে/ তুমি কি চাইবেনা দু’হাত মেলে…উল্লেখিত এই লাইনগুলো যেনো নিজেকে নতুন করে তৈরী করার আহ্বান জানাচ্ছে । ফিরে আসতে বলেছে আত্মশুদ্ধির পথে ।

ক্ষণিকের সময়ে মানুষ অন্যায় আর পাপে জর্জরিত হয়ে পৃথিবীটাকে অশুদ্ধ বানিয়ে ফেলেছে । তাই সকল অন্যায়কে ধৌত করে নিজেকে শুদ্ধ করার আহ্বান জানিয়ে আত্মশুদ্ধির গান কণ্ঠে ধারণ করেছেন পুলিশ অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর ।

গানটিতে মিথ্যা আর অন্যায়ের বসবর্তী হয়ে নানা পাপে ডুবে থাকা মানুষকে সুন্দর পথে জীবন পরিচালনার কথা বলা হয়েছে । সৃষ্টিকর্তার কাছে সকল ভুলের তওবা করে সিজদায় নত হওয়ার সুন্দর আহ্বান ফুটে উঠেছে শিল্পীর কণ্ঠে । গানটির গীতিকার গোলাম মোহাম্মদ , সুর করেছেন কণ্ঠশিল্পী মশিউর রহমান এবং সঙ্গীতায়োজনে হ্যাভেন টিউন স্টুডিও লাইভ ।

শিল্পী মহিউদ্দিন বলেন , আমি একজন পুলিশের সামান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা । কিন্তু আমার বড় দায়িত্ব মহান রবের দিকে সবাইকে আহ্বান জানানো । আমি সেটি আমার কণ্ঠ দিয়ে তুলে ধরতে পেরে গর্বিত । করোনা ভাইরাসের কারনে বিশ্বব্যাপী মানুষ আজ গৃহবন্দী। আমরা যেন ঘরে থেকে অলস সময় না কটিয়ে রাতের বেলায় ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করতে পারি। কেনোনা পৃথিবী আজ হাজারো সমস্যায় পতিত শুধুমাত্র আমাদের কর্মের কারণে । আমরা নতুন করে তওবা করে রবের দিকে ফিরে আসলে এই কঠিন সময়গুলো থেকে মুক্তি পাবো । পৃথিবী তখন সুন্দর হবে ।

গানটির মাধ্যমে সত্যিকার অর্থে একজন মানুষকে অনুশোচনার পথকে পরিস্কারভাবে দেখিয়ে দেয়া হয়েছে বলে মনে করেন গানটির গীতিকার , সুরকার ও সঙ্গীতায়োজনের সঙ্গে যুক্ত সকলেই। গানটির লিংক…  https://www.youtube.com/watch?v=iWwACfIZs5k

Like
Like Love Haha Wow Sad Angry
72

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *