fbpx
হোম রাজনীতি পুরো দেশকে এখনই লকডাউন করার দাবি ফখরুলের
পুরো দেশকে এখনই লকডাউন করার দাবি ফখরুলের

পুরো দেশকে এখনই লকডাউন করার দাবি ফখরুলের

0

ছুটি নয়, করোনা মোকাবিলায় পুরো দেশকে এখনই লকডাউন করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ০৫ এপ্রিল রাজধানীর উত্তরার নিজ বাসায় এক ব্রিফিং-এ তিনি এ কথা বলেন। সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিয়েছে উল্লেখ করে, আর্থিক সহায়তার ঘোষণায় স্বস্তি প্রকাশ করেন মির্জা ফখরুল। তবে নিম্ন আয়ের মানুষ ও স্বাস্থ্য খাত উপেক্ষিত রয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

ফখরুল বলেন, এই যে হেল্থ ডিপার্টমেন্টের পরস্পর সমন্বয় থাকা দরকার, সেটা ঠিক নেই। প্রশ্ন হলো এখানে। সারা পৃথিবী একটা ভঙ্কয়র মহামারীর মধ্যে পড়েছে। সরকারের যদি সেই রিয়ালাইজেশন না থাকে। তাহলে এই রাষ্ট্র কিভাবে টিকে থাকবে।

তিনি বলেন, ইউরোপ, আমেরিকাসহ সমস্ত দেশ লকডাউন করে দেয়া হয়েছে। অথচ আমরা দেশে সাধারণ ছুটি দেয়া হয়েছে, লকডাউন করেনি। এই যে সামাজিক দূরত্ব করার দরকার সেটা তারা ভালোভাবে করছেন না।

Like
Like Love Haha Wow Sad Angry
27

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *