fbpx
হোম আন্তর্জাতিক পারভেজ মোশাররফকে নাগরিকত্ব দিবে বিজেপি
পারভেজ মোশাররফকে নাগরিকত্ব দিবে বিজেপি

পারভেজ মোশাররফকে নাগরিকত্ব দিবে বিজেপি

0

২০০৭ সালে সংবিধান লঙ্ঘন করায় ৭৬ বছর বয়সী পাকিস্তানের সাবেক একনায়ক পারভেজ মোশাররফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডে নির্দেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার আগে পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ মৃত্যুবরণ করলে তার মরদেহ রাস্তায় তিন দিন ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি বিচারক প্যানেলের প্রধান।

পারভেজ মোশাররফকে নিয়ে যখন এমন সব নিদের্শ দিয়েছেন পাকিস্তানের আদালত তখন তাকে ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দিয়েছেন এক বিজেপি নেতা।

ধর্মভিত্তিক নাগরিকত্ব সংশোধন আইনের (সিএএ) বিরুদ্ধে ভারতে চলমান বিক্ষোভের মধ্যেই নিজের টুইটারে এমন প্রস্তাব দিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রামানিয়ান স্বামী।

বৃহস্পতিবার এক টুইটার পোস্টে সুব্রামানিয়ান স্বামী লিখেছেন, আমরা পারভেজ মোশাররফকে দ্রুত নাগরিকত্ব দিতে পারি কারণ তিনি দিল্লির একটি অঞ্চল দরিয়াগঞ্জে জন্মগ্রহণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। সমস্ত স্ব-স্বীকৃত হিন্দুদের বংশধররা নতুন সিএএ-তে যোগ্যতা অর্জন করবে।

একটি অভ্যুত্থানের মাধ্যমে ১৯৯৯ সালে তিনি ক্ষমতা দখল করেছিলেন পারভেজ মোশাররফ। তিনি বর্তমানে দুবাইয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে জেনারেলকে গ্রেফতার করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, মোশাররফের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

পাকিস্তানের আইনমন্ত্রী ফারোগ নাসিম বলেন, ওই তিন সদস্যের বিচারক প্যানেলের প্রধানকে অপসারণ করতে চাচ্ছে সরকার। বিচারক ওয়াকার আহমেদ শেঠ বিচারিক বিধিমালার লঙ্ঘন করেছেন বলে দাবি করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের জবাব হচ্ছে, এ ধরনের বিচারক হাইকোর্ট কিংবা সুপ্রিমকোর্টে বিচার পরিচালনার কর্তৃত্ব রাখেন না। তিনি অযোগ্য।

সূত্র: খালিজ টাইমস

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *