fbpx
হোম আন্তর্জাতিক পাঠ্যসূচি থেকে বাদ রবীন্দ্রনাথ, যুক্ত হলো রামদেব-যোগি
পাঠ্যসূচি থেকে বাদ রবীন্দ্রনাথ, যুক্ত হলো রামদেব-যোগি

পাঠ্যসূচি থেকে বাদ রবীন্দ্রনাথ, যুক্ত হলো রামদেব-যোগি

0

ভারতের উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি বাদ দেওয়া হয়েছে। চলতি বছর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে এনসিইআরটি-র সিলেবাস চালু করেছে মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সরকার।জানা গেছে, ছুটি গল্পের ইংরেজি অনুবাদ ‘দ্য হোম কামিং’ এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের প্রবন্ধ ‘দ্য উইমেনস এডুকেশন’ বাদ দেওয়া হয়েছে।এদিকে উত্তরপ্রদেশ সরকারের সুপারিশে চৌধুরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের পাঠ্যসূচিতে যোগ হয়েছে রামদেবের বই ‘যোগ চিকিৎসা রহস্য’ এবং যোগি আদিত্যনাথের ‘হঠযোগ স্বরূপ এবং সাধনা’।

এসব হঠকারিতা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। দ্বাদশ শ্রেণির ইংরেজি সিলেবাস থেকে বাদ পড়েছে আরকে নারায়ণের গল্প ‘অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে’, মুকুল আনন্দের ‘দ্য লস্ট চাইল্ড’।জানা গেছে, উত্তরপ্রদেশে দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে সরোজিনী নাইডুর কবিতা ‘দ্য ভিলেজ সং’ এবং রাজাগোপালাচারির রচনা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *