fbpx
হোম আন্তর্জাতিক পাকিস্তানে নারীদের ভ্যালেন্টাইন দিবস পালন নিষিদ্ধের দাবি
পাকিস্তানে নারীদের ভ্যালেন্টাইন দিবস পালন নিষিদ্ধের দাবি

পাকিস্তানে নারীদের ভ্যালেন্টাইন দিবস পালন নিষিদ্ধের দাবি

0

পাকিস্তানের লাল মসজিদের শুহাদা ফাউন্ডেশন পাকিস্তানে আউরাত মার্চের (নারী পদযাত্রা) ও ভ্যালেন্টাইন দিবস পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে। একইসঙ্গে এর আয়োজক ওপেন সোসাইটি ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানানো হয়েছে।

ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এই পিটিশন গ্রহণ করেন। তবে শুহাদা ফাউন্ডেশনের কৌঁসুলি তারিক আসাদ বিচারপতি আওরঙ্গজেবকে এই বিষয়টি অন্য কোনো বেঞ্চে পাঠানোর অনুরোধ জানান। পরে বিচারক মামলাটি আইএইচসি প্রধান বিচারপতির কাছে পাঠান।

এই পিটিশনে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে যে, বিশেষ করে ওপেন সোসাইটি ফাউন্ডেশন যারা আউরাত মার্চের আয়োজক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই পিটিশনে অউরাত মার্চ এবং একই ধরনের অনুষ্ঠান এবং ভ্যালেন্টাইন দিবসের মতো অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।

এছাড়া পাকিস্তানের নারীরা কোন ক্ষেত্রে কোন আইনগত অধিকার থেকে বঞ্চিত কিনা এবং ৮ মার্চ অনুষ্ঠিত এই ধরনের ঘটনা ধর্ম এবং সংবিধানের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা পরীক্ষা করার জন্য আদালতের কাছে অনুরোধ জানানো হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *