fbpx
হোম আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে উপনির্বাচনে বিজেপির ভরাডুবি
পশ্চিমবঙ্গে উপনির্বাচনে বিজেপির ভরাডুবি

পশ্চিমবঙ্গে উপনির্বাচনে বিজেপির ভরাডুবি

0

পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ফলাফলে পর রীতিমতো উল্লাস করছে তৃণমূল কংগ্রেস।

কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুর- তিনটি বিধানসভা আসনেই জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

উপনির্বাচনে গোহারা হেরে বিজেপির এখন বোধোদয় হয়েছে- এনআরসিই তাদের পরাজয়ের একমাত্র কারণ।

তাদের অভিযোগ, রাজ্যের মানুষকে ভুল বুঝিয়েছে তৃণমূল কংগ্রেস, আর তার প্রভাবেই মানুষ বিভ্রান্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বিজেপি দাবি করেছে, উপনির্বাচনের এই ফলাফলের প্রভাব রাজ্যের রাজনীতিতে পড়বে না। গত সোমবার রাজ্যের ওই তিন আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার বলেন, ২০১৯ সালের লোকসভা ভোটে বিশাল ব্যবধানে এগিয়ে থাকা সত্ত্বেও আমরা হেরেছি।

বাংলায় এনআরসি বাস্তবায়নের বিষয়ে গুরুতর বিভ্রান্তি সৃষ্টি হওয়ার কারণেই আমরা হেরেছি বলে মনে হয়। এনআরসি নিয়ে মানুষ আমাদের ব্যাখ্যা মেনে নেয়নি। আমরাও এই ইস্যুটি নিয়ে জনগণের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছি।

উপনির্বাচনে বিজেপির খারাপ ফলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, এই হার নিয়ে আত্মসমীক্ষা করতে হবে।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *