fbpx
হোম আন্তর্জাতিক পর্যটক বাড়াতে অবিবাহিত বিদেশি নারী-পুরুষকে একসঙ্গে থাকার অনুমতি দিল সৌদি
পর্যটক বাড়াতে অবিবাহিত বিদেশি নারী-পুরুষকে একসঙ্গে থাকার অনুমতি দিল সৌদি

পর্যটক বাড়াতে অবিবাহিত বিদেশি নারী-পুরুষকে একসঙ্গে থাকার অনুমতি দিল সৌদি

0
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে সৌদিতে ঘটছে এমন অনেক কিছুই যা এতদিন ছিল অকল্পনীয়। এবার পর্যটক বাড়াতে অবিবাহিত বিদেশি নারী-পুরুষকে একসঙ্গে থাকার অনুমতি দিল সৌদি আরব। শুধু তাই নয়, চাইলে নারীরা কোনো পুরুষ সদস্য ছাড়াই হোটেলে কক্ষ বুকিং দিয়ে থাকতে পারবেন।
রয়টার্সের খবরে জানানো হয়, পশ্চিমা দেশগুলোর অনুকরণে নতুন গৃহীত পদক্ষেপগুলোর একটি হলো বিদেশি অবিবাহিত নারী-পুরুষদের একসঙ্গে থাকার সুযোগ দেয়া।
এর আগে গত সপ্তাহে ৪৯টি দেশের নাগরিকদের জন্য দরজা খুলে দেয় মধ্যপ্রাচ্যের দেশটি। নতুন আদেশে বলা হয়েছে, পর্যটক নারীদের বোরকা পরার প্রয়োজন নেই, শুধু পোশাক-পরিচ্ছদে সংযত থাকলেই চলবে।
তবে সৌদি নাগরিকদের হোটেলে কক্ষ ভাড়া নিতে হলে পারিবারিক পরিচয়পত্র অথবা সম্পর্কের প্রমাণ থাকতে হবে।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *