fbpx
হোম জাতীয় নেত্রকোণার বন্যায় পানিবন্দি লাখো মানুষ
নেত্রকোণার বন্যায় পানিবন্দি লাখো মানুষ

নেত্রকোণার বন্যায় পানিবন্দি লাখো মানুষ

0

পাহাড়ী ঢল ও অব্যাহত ভারী বৃষ্টিতে জেলার দুর্গাপুর ও কলমাকান্দাসহ বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। জেলার ৬টি উপজেলার ৩৯টি ইউনিয়নে পাহাড়িঢল ও অতিবৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে। এসকল এলাকায় পুকুর তালিয়ে ভেসে গেছে মাছ। কলমাকান্দা, দুর্গাপুর ও বারহাট্টায় নদ-নদীর পানি বৃদ্ধি এবং বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের বড়ধলা গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল খালেক, জনাব আলী ও শাকের আলী জানান,আমাদের বাড়ীঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। এখন মহিলা ও শিশুদের উজানে আত্মীয়-স্বজনের বাড়ীতে পাঠিয়ে দিয়েছি।আর ভেজা ধান-চালও ট্রাক্টর লড়ী দিয়ে আত্মীয়দের বাড়ীতে পাঠাচ্ছি। তাছাড়া গরু-ছাগল নিয়ে রাস্তায় তাবু করে রাত্রিযাপন করছি। আমরা প্রশাসনের সহযোগীতা চাই। বেশী। স্থানীয় প্রশাসন বন্যা দুর্গতদের দুর্ভোগ লাঘবের জন্য দুই উপজেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য খুলে দিয়েছে।

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে নেত্রকোনার কংশ, মগড়া, সোমেশ্বরী, ধনু, উব্দাখালিসহ ছোট-বড় সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। উব্দাখালী নদী কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *