fbpx
হোম তারুণ্য নিজেই নিজের কাছ থেকে অনুপ্রাণিত হই: আব্দুল্লাহ জীবন
নিজেই নিজের কাছ থেকে অনুপ্রাণিত হই: আব্দুল্লাহ জীবন

নিজেই নিজের কাছ থেকে অনুপ্রাণিত হই: আব্দুল্লাহ জীবন

0
আমার শৈশব
আমি আব্দুল্লাহ জীবন । ছোটবেলা থেকে আমি চুপচাপ স্বভাবের ছিলাম, কিন্তু পড়ালেখা থেকে বাকি সব কাজেই মন ভালো বসতো। আমার বাবা-মা আমাকে ছোটবেলা থেকে একটা জিনিসই শিখিয়েছেন যে, আমি যেটাই করিনা কেনো আমার বেস্ট টা দিয়ে করতে হবে। আমি  এই কথাটা ছোটবেলা থেকেই সিরিয়াসলি নিয়ে নেই। আমার লাইফ এর ১ম অর্জন ছিলো প্লে-গ্রুপে “মাইকেল জ্যাকসন” এর ড্যান্স করে কম্পিটিশন জেতা। এরপর স্কুল লাইফে বিজ্ঞান মেলাগুলোতে সবসময় ১ম প্রাইজ নেয়া ছিলো আমার জীবনের ২য় অর্জন।
প্রায় ১৭টা আন্তঃস্কুল বিজ্ঞান মেলাতে আমি ১ম এবং দ্বিতীয় পুরস্কার অর্জন করি। বিজ্ঞান মেলার পাশাপাশি আমি ফুটবল খেলতাম । আমি ২০১২ তে “Airtel Rising Star” এর সেরা ক্ষুদে ৮ জনের মধ্যে একজন ছিলাম। এছাড়া ছবি আঁকাআঁকিতেও পিছিয়ে ছিলামনা । তাই বাংলাদেশের প্রথম “3D Artis 2013” এ “DRAWING PENCIL” নামের বিশ্ বিখ্যাত একটি পেইজ আমার আঁকা “3D Art” শেয়ার করে এবং আমাকে “Mr. Artist” নামে পরিচয় দেয়।
যাদের দ্বারা অনুপ্রাণিত
ভিডিও তৈরিতে এবং ইউটিউবিং এ আমি সালমান মুক্তাদিরকে দেখেই অনুপ্রাণিত হই। এছাড়া “Gaan Friendz” ছিলো আমার ফেভারিট ইউটিউব চ্যানেল। আমি নিজেকে অনেক লাকি মনে করি কারণ বর্তমানে আমি তাদের সাথেই কাজ শিখে যাচ্ছি।
পারিবারিক সমর্থন
আমি জীবনে কখনো ফ্যামিলি থেকে কোনরকম বাধা পাইনি। আমি জানি কেনো আমার উপর আমার বাবার বিশ্বাস অনেক বেশি। তিনি কখনো কোনো কিছুতে আমাকে বাধা দেন নি। হয়তো তাঁর এই বিশ্বাসই আমাকে জীবনে কিছু অর্জন করতে আটকাতে পারেনি। ফ্যামিলি বলতে শুধু আমি আমার বাবা-মাকে না আমার বন্ধুদেরকেও বুঝি। আমার জীবনে আমি আমার বন্ধুদের সাপোর্ট সমসময় পেয়ে এসেছি । এর মধ্যে প্রিয় বন্ধু যে অনেক বড় একজন পরিচালক “Mabrur Rashid Bannah” এর ছোট ভাই “Maimun Rashid Mashrur” এবং আমার স্কুল ফ্রেন্ড “Fardin Bin Rashid,” এই দু’জনের জন্যই হয়তো আমি কোথাও থামিনি।
মিডিয়াতে যাত্রা
আমার শুরুটা ছিলো আমার নিজের একটা ইউটিউব চ্যানেল থেকে, যেখানে বন্ধুরা মিলে শর্টফিল্ম বানাতাম। ওখান থেকে তামিম মৃধার সাথে পরিচয় এবং তামিম মৃধাই প্রথম আমাকে “Gaan Friendz” এ কাজ করার জন্য বলেন। “Gaan Friendz” এ যুক্ত হবার পর সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেল “Salmon The BrownFish” এর কাজে যুক্ত করেন। এবং এরপর থেকে নিজেকে কখনো থামতে দেখিনি।
৫ বছরের অভিজ্ঞতা
২০১৪ থেকেই আমি “ফিল্ম মেকিং” এবং “কন্টেন্ট ক্রিয়েশন” এর উপর কাজ করে আসছি। এখন পর্যন্ত আমি Gaan Friendz, Salmon The BrownFish ইউটিউব চ্যানেলগুলোর পাশাপাশি Ridy Sheikh, Channel i TV এর সাথেও অনেকগুলো কাজ করেছি। ইউটিউব ছাড়া আমি Adnan Bappi, Salman Muqtadir, Shouvik Ahmed এর সাথে তাদের ধারাবাহিক নাটকে সহপরিচালক হিসেবে কাজ করেছি। Television Natok, Drama, Web Series, TVC, OVC সব কিছুতে আমার অভিজ্ঞতা রয়েছে।
আমি যেসব কাজে দক্ষ
ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি দিয়ে আমি যাত্রা শুরু করি। এরপর স্ক্রিপ্ট লেখা এবং পরিচালনায় নিজেকে আগানোর জন্য প্রস্তুত করি। এগুলো ছাড়াও আমি Film Editing, VFX এবং সব কিছুর সাথে অভিনয়টাকে ও ধরে রেখেছি। নিজেকে “One Man Army” বানানোর উদ্দেশ্যেই ফিল্ম মেকিং-এ  বেস্ট হবার আগ্রহ যাগে।
বর্তমান জীবন
বর্তমানে আমি “Bongo Boom” এর সাথে যুক্ত আছি এবং কোয়ারেন্টিন জীবনেও প্রতিদিন নতুন কোনো ভিডিও প্রতি সপ্তাহেই দিয়ে যাচ্ছি।
কোয়ারেন্টিন এবং কোভিড-১৯ 
হঠাৎ করে পুরো বিশ্ব থেমে যাওয়ায় আমরা হয়তো একটু আতঙ্কে রয়েছি। কিন্তু সব কিছুর সমাধানই হচ্ছে আমাদের সচেতনতা এবং নিজ নিজ বাসায় থাকা। আমি জানিনা কত তাড়াতাড়ি সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু এতটুকু বিশ্বাস আছে আল্লাহর উপর যে, তিনি আমাদের খুব জলদি এই মহামারি থেকে বের করে আনবেন।
ভবিষ্যৎ পরিকল্পনা
আমি লাইফে কোনো কিছুই প্লান করে আগাইনি, কিন্তু হ্যাঁ এই সবকিছুতেই আসার একটাই কারণ যে, একদিন সিনেমা বানাবো, দেশের চলচ্চিত্রকে দুনিয়ার সামনে তুলে ধরবো। এই আশা নিয়ে আমার এতদূর পথচলা।
আমি বিশ্বাস করি, মানুষের দোয়া যতদিন আমার সাথে থাকবে ততদিন আমি কোনো কিছুতেই আটকাবো না।
Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *