fbpx
হোম রাজনীতি নারী-পুরুষ বৈষম্যহীন অধিকার-বান্ধব রাষ্ট্র চাই: এবি পার্টি
নারী-পুরুষ বৈষম্যহীন অধিকার-বান্ধব রাষ্ট্র চাই: এবি পার্টি

নারী-পুরুষ বৈষম্যহীন অধিকার-বান্ধব রাষ্ট্র চাই: এবি পার্টি

0

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ বিকেল ৪টায় বিজয় নগরস্থ এবি মিলনায়তনে এবি পার্টি মহিলা বিভাগ এক মুক্ত আলোচনা সভার আয়োজন করে। আইনজীবি ও মানবাধিকার নেত্রী ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির আহবায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহবায়ক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক বিএম নাজমুল হক।

প্রধান অতিথির বক্তব্যে সোলায়মান চৌধুরী বলেন, আওয়ামী লীগ-বিএনপির ৫০ বছরের রাজনীতি দেশকে যেমন হতাশ করেছে তেমনি নারীদের অধিকার রক্ষায়ও উভয় দল ব্যর্থ হয়েছে। গণতান্ত্রিক সরকার জনগনের স্বার্থ নিয়ে চিন্তিত থাকে আর অগণতান্ত্রিক সরকারের ভয়ে জনগণ তটস্থ থাকে। অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বেশিদিন টিকে থাকা যায় না। তিনি অভিযোগ করেন, এ সরকার দেশের অর্থনীতি, শিক্ষা সব দিক দিয়ে শেষ করে দিয়েছে। তিনি বলেন, সর্বাধুনিক রাষ্ট্রের ধারণা হলো অধিকারবাদী রাষ্ট্র, এখান থেকেই তৈরি হয় নাগরিক ধারণার পূর্ণতা। আজকে নারীরাও যদি একই ধারণা পোষন করে, তবে তারা তাদের অধিকার অর্জনে সাম্যতা পাবে। তিনি বলেন এবি পার্টির সংগ্রাম নারী-পুরুষ বৈষম্যহীন অধিকার-বান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম।

সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি ও দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, জনগনের নির্বাচিত সরকার ছাড়া নারী অধিকার এবং নাগরিক অধিকার কোনটিই অর্জন সম্ভব নয়। নারীর অবদান ও অন্তর্ভূক্তি ছাড়া সমাজ সম্পুর্ণ হতে পারেনা। আমার বাংলাদেশ পার্টির ‘নতুন স্বপ্ন ও নতুন চিন্তা’ এ বিষয়ে পথ দেখাবে এটা আমরা বিশ্বাস করতে চাই। তিনি বলেন, ধর্ষনের বিরুদ্ধে কঠোর আইন করা হয়েছে কিন্তু ধর্ষিতারা রাজনৈতিক পরিচয়ের কারণে বিচায় পায়না। পার্লামেন্টে সাগর রুনি হত্যার বিচার নিয়ে একটা অধিবেশন হওয়া দরকার বলে তিনি মত প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সুযোগ পেলে দেশের নারী সমাজকে মানব সম্পদে পরিণত করবো ইনশাআল্লাহ।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নারী দিবস পালিত হচ্ছে সুদীর্ঘ সময় ধরে। আমরা অনেক স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছি। ৭১ এ আমরা স্বাধীনতা অর্জন করেও কী স্বাধীন থাকতে পারছি? এখন অধিকারের জন্য আমাদের আরেকটি মুক্তিযুদ্ধ করতে হচ্ছে। আমাদের নেতারা জাতীয় প্রবৃদ্ধির হার নিয়ে গর্ব করেছে কিন্ত প্রবৃদ্ধির সংজ্ঞা-হিসাব সবই মনগড়া। তিনি বলেন, আমরা এখনো একটি অন্ধকার যুগে আছি নারীরা আজো ধর্ষিতা হচ্ছে, পরিবারের মধ্যে নিপীড়িত হচ্ছে, শিক্ষাঙ্গনে ছাত্রীরা রাজনৈতিক ভাবে নিপীড়িত হচ্ছে। যে নারী দিবস আমাদের আজো সম্ভ্রম দিতে পারেনি সে নারী দিবস আমরা চাইনা। আমাদের সমস্যা হলো মাইন্ডসেট। আমাদের সেই মাইন্ডসেট থেকে বের হতে হবে। নারী অগ্রাধিকার পাওয়া রাষ্ট্রগুলোতে ন্যায়বিচার আছে, সঠিক বিচার পায় মানুষ। বাংলাদেশেও সামাজিক সুবিচার নিশ্চিত করতে না পারলে যত আন্দোলন করি লাভ হবে না। নারী অধিকার নিশ্চিত করতে হলে নারী পুরুষ সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন: এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুবনেতা ইলিয়াস আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য জামিল আব্দুর রব, আব্দুল হালিম নান্নু, লুৎফুর রহমান, এবি পার্টি মহিলা বিভাগের নেত্রী সুলতানা রাজিয়া, আমেনা বেগম, শীলা আক্তার, ফেরদৌস আক্তার অপি, সাজেদা মুন্নী, শামীমা আক্তার কলি, সারাফ আনজুম বিভার, আনিকা সাকিন সহ মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *