fbpx
হোম অন্যান্য নারীর আত্মরক্ষামূলক প্রশিক্ষণের অসাধারণ আয়োজন
নারীর আত্মরক্ষামূলক প্রশিক্ষণের অসাধারণ আয়োজন

নারীর আত্মরক্ষামূলক প্রশিক্ষণের অসাধারণ আয়োজন

0

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যথার্থই বলেছেন, “বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”

বিশ্বায়নের এই যুগে পুরুষের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই নারী। আজ সংসার থেকে শুরু করে সংসদ পর্যন্ত সর্বত্র নারীর অংশগ্রহণ অনন্য সৌন্দর্য সৃষ্টি করেছে। অফিস-আদালতে, শিল্প-সংস্কৃতিতে কিংবা ক্রীড়াঙ্গনে সবখানেই নারীর পদচারণা প্রশংসিত। মূলত পৃথিবীর আদি থেকে আজ পর্যন্ত নর ও নারী উভয়ই সব কাজ একসঙ্গেই করে আসছে।

অথচ আশ্চর্যজনক ভাবেই এই নারীই স্কুল-কলেজে, রাস্তা-ঘাটে, কর্মক্ষেত্রে এমনকি নিজের ঘরেও বরাবরই শারীরিক ও মানসিক হয়রানি বা নির্যাতনের মতো অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘৃণ্য পরিস্থিতির শিকার হয়ে আসছেন। কিন্তু তাদের আত্মরক্ষার জন্য ছোট বেলা থেকে পরিবারে বা প্রতিষ্ঠানে তেমন কোন প্রশিক্ষণ বা কৌশল শেখানো হয় না। তাই জরুরি মুহূর্তে নারী আত্মরক্ষা করতে পারেন না।

নারীর প্রতি এই নির্যাতন যখন মহামারি আকার ধারণ করেছে ঠিক তখনই ঠাকুরগাঁও জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন ‘ঠাকুরগাঁও চিরন্তন’ রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে আয়োজন করেছে নারীদের আত্মরক্ষামূলক ফ্রি প্রশিক্ষণ কর্মশালা। এতে দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

এরই মধ্যে দু’দিন ব্যাপী ( ৮ ও ১০ নভেম্বর) এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। প্রায় পাঁচ শতাধিক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এতে অংশ নেয়। অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য ছিল নাস্তার ব্যাবস্থাও। এ রকম একটি আয়োজনের প্রশংসা করে স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

কর্মশালা আয়োজনের অন্যতম সংগঠক রওশনী (জবি) ও খেয়া (হাবিপ্রবি) বলেন, আমরা যখন বিভিন্ন কোচিং এ ক্যাম্পেইনিং করেছি তখনও বুঝতে পারিনি যে এতোটা সাড়া পাবো। অবিশ্বাস্য ভাবেই আমরা এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজনে সফল হয়েছি। সকলের সহযোগিতা পেলে আমরা এই আয়োজন প্রতিবছরই করতে সক্ষম হব। ইনশা আল্লাহ।

রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মুত্তাকী আক্তার মোহনা কর্মশালায় অংশ নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এক দিকে একটি নতুন বিষয় শেখার আনন্দ, অন্যদিকে নিজেকে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হতে রক্ষা করার কৌশল এবং আত্মবিশ্বাস অর্জন করতে পেরেছি এই কর্মশালায় অংশ নিয়ে।

‘ঠাকুরগাঁও চিরন্তন’ এর সাধারণ সম্পাদক শাহীন আলম সান (জবি) জানান, তারা এরই মধ্যে ঠাকুরগাঁও সদর ও রাণীশংকৈল উপজেলায় এই প্রোগ্রাম সম্পন্ন করেছে। ক্রমান্বয়ে প্রত্যেকটি উপজেলাতেই নারীদের এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry
210

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *