fbpx
হোম আন্তর্জাতিক নরেন্দ্র মোদি, কোহলি ও অমিত শাহকে চিঠিতে জঙ্গিদের হুমকি
নরেন্দ্র মোদি, কোহলি ও অমিত শাহকে চিঠিতে জঙ্গিদের হুমকি

নরেন্দ্র মোদি, কোহলি ও অমিত শাহকে চিঠিতে জঙ্গিদের হুমকি

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বেশ কয়েকজন হাইপ্রোফাইল

ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিরা।

২৯ অক্টোবর দিল্লির এনআইএ দপ্তরে একটি চিঠি এসে পৌঁছায়।
হত্যার হুমকি সম্বলিত ওই চিঠি পাওয়ার পর দিল্লিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

চিঠিটি অল ইন্ডিয়া লস্কর-ই-তৈবা নামের একটি জঙ্গি সংগঠনের নামে লেখা হয়েছে। যাতে লেখা আছে জঙ্গিদের নিশানার একটি তালিকা। চিঠিতে দাবি করা হয়েছে, তাদের সঙ্গী-সাথীদের মৃত্যুর বদলা নিতে ভারতের বেশ কয়েকজন প্রথম সারির তারকা তথা রাজনৈতিক নেতাদের টার্গেট করা হয়েছে।

এছাড়াও তালিকায় নাম আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, আরএসএস প্রধান মোহন ভাগবত, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নাম। এছাড়াও রাষ্ট্রপতি রামনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানীর নামও রয়েছে।

তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা শংসয় প্রকাশ করে বলছেন, এটা পাকিস্তানের চাল ছাড়া আর কিছু নয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *