fbpx
হোম আন্তর্জাতিক নতুন ধরণের করোনা ভ্যাকসিন আবিস্কারের পথে ইরান
নতুন ধরণের করোনা ভ্যাকসিন আবিস্কারের পথে ইরান

নতুন ধরণের করোনা ভ্যাকসিন আবিস্কারের পথে ইরান

0

বিশ্বে প্রথম ইনজেকটেবল-ইনহেলড করোনার ভ্যাকসিন আবিস্কার করতে যাচ্ছে ইরান। কোভ-পারস নামে এই ভ্যকসিনটি ইরানের প্রাচীন সাইন্টেফিক ইনস্টিটিউট রাজি ভ্যাকসিন এবং সিরাম রিসার্চ ইনস্টিটিউট উৎপাদন করছে।

ইরান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জানান, এটি বিশ্বের প্রথম ইনজেকটেবল-ইনহেলড করোনা ভাইরাস ভ্যাকসিন। ভ্যাকসিনটির উত্পাদন কার্যক্রম গত বছরের মার্চ মাসে শুরু হয় এবং পুরোপুরি ইরানের নিজস্ব তৈরি ভ্যকসিন।

এমন আবিস্কার হলে গবেষকদের ধারণা, নাকের স্প্রে দিয়ে ভ্যাকসিন গ্রহণ করার মাধ্যমে ভ্যাকসিনের ডোজ সরাসরি ফুসফুসে গিয়ে পৌঁছাবে। যা ইনজেকশনের মাধ্যমে নেয়া ভ্যাকসিন ডোজের চেয়ে ভালো ইমিউন প্রতিক্রিয়া দেখাতে পারে। ভ্যাকসিনটি তিন ডোজে দেয়া হবে।

প্রাথমিক এবং দ্বিতীয় ডোজটি ইন্ট্রামাসকুলার অর্থাৎ পেশীতে ২১ দিনের ব্যবধানে ইনজেকশনের মাধ্যমে দেয়া হবে এবং তৃতীয় ডোজটি ৫১ তম দিনে ইনহেলেশন অর্থাৎ নাকের স্প্রের মাধ্যমে নিতে হবে। বর্তমানে ভ্যকসিনটি হিউমান ট্রায়াল অতিবাহিত করছে।

ইরানের গবেষকরা মনে করছেন, তৃতীয় ডোজটি স্প্রের মাধ্যমে হওয়ায় বিষয়টি এই ভ্যাকসিনকে নতুন মাত্রা জোগাবে। এবং ৯০ ভাগ ভাইরাস থেকে ইমিউনিটি দিবে বলে তারা আশা করছেন।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকী বলেন, ইরান দুই থেকে তিন মাসের মধ্যে করোনা ভাইরাস ভ্যাকসিন উত্পাদন ও রফতানির জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। এটি ইরানের দ্বিতীয় করোনা ভ্যাকসিন যেটি হিউমান ট্রায়াল অতিক্রম করছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *