fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা ধামরাইয়ের ইটভাটাগুলোতে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশ পরিচয়ে ছিনতাই
ধামরাইয়ের ইটভাটাগুলোতে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশ পরিচয়ে ছিনতাই

ধামরাইয়ের ইটভাটাগুলোতে দুর্ধর্ষ ডাকাতি; পুলিশ পরিচয়ে ছিনতাই

0

ঢাকার ধামরাই কালাপুরের বাটুলিয়া এলাকায় পরপর ৩ টি ইট ভাটায় ডাকাতি এবং দুইটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রবিবার রাত ২টা থেকে ভোর পর্যন্ত সময়ে উপজেলার বাটুলিয়া এলাকায় স্থাপিত জেলা পরিষদের সদস্য মাহাতাব আলম ও আনিছুর রহমান খান বাবু’র এম এস বি, শামিম ও আরিফুলের এম বি এবং ফরহাদ এর এম এফ বি নামের তিনটি ইটভাটায় এই ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।

সোমবার ভোর রাতে ১০-১৫ জনের একদল ডাকাত লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ঘুমন্ত শ্রমিকদের উপর হামলা চালায়। ডাকাতরা ৩টি ইটভাটার শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং নগদ প্রায় ৫ লাখ টাকা ও অর্ধশতাধিক মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় অন্তত ১৫ শ্রমিক আহত হয়েছেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

সরদার আনোয়ার বলেন,আমার লোকদের সকলকেই ঘুমের ঘরে এলোপাতাড়ি ভাবে মারধর করে সকল জিম্মি করে যা যার কাছে ছিল সব কিছু নিয়ে যায়। গুরুতর আহত যারা তাদের প্রায় সবার বাড়ি মানিকগঞ্জ জেলায়। একই এলাকায় গত ২দিন আগে এমএসবি নামের আরো একটি ইটভাটায় একই কায়দায় এমন ডাকাতির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভাটার মালিক ফরহাদ হোসেন।

অপরদিকে গতকাল সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর এলাকায় বিলট্রেড ফ্যাক্টরির পাশে পুলিশ পরিচয় দিয়ে রনি আহম্মেদ নামের এক ব্যবসায়ীকে মারধর করে প্রায় নগদ প্রায় দেড় লাখ টাকা একটি আইফোন সেট ও ব্যাংকের ২০ টি চেকের পাতা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *