fbpx
হোম আন্তর্জাতিক দোনবাসে ৪০ শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া
দোনবাসে ৪০ শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া

দোনবাসে ৪০ শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া

0

রুশ বাহিনী ইউক্রেনের পূর্বে অবস্থিত দোনবাস অঞ্চলে ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। 

ইউক্রেন সেনাবাহিনীর দাবি, আক্রমণের মধ্যে আটকে থাকা বেসামরিক নাগরিকদের জন্য পালানোর পথটিও বন্ধ করার হুমকি দিয়েছে রাশিয়া।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট টাস্কফোর্স ফেসবুকে এসব তথ্য দিয়েছে। খবর সিএনএনের।

সেনাবাহিনী বলছে, দখলদাররা দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে। এ হামলায় ৩৮টি বাড়ি এবং একটি স্কুলসহ ৪৭টি বেসামরিক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার ফলে পাঁচজন বেসামরিক লোক মারা গেছেন এবং অন্তত ১২ জন আহত হয়েছেন।

সেনাবাহিনী আরও বলছে, রাশিয়া এই অঞ্চলে হাজার হাজার সেনা মোতায়ন করেছেন, সেভেরোদোনেৎস্ক এবং পাশে অবস্থিত লিসিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার প্রয়াসে তিন দিক থেকে আক্রমণ করেছে।

এই শহরগুলো যদি পতন হয়, তবে পুরো লুহানস্ক প্রদেশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে, ক্রেমলিন যুদ্ধের একটি মূল লক্ষ্য বলে জানিয়েছে ইউক্রেন সেনাবাহিনী।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *