fbpx
হোম রাজনীতি দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে হামলার নিন্দা রিজভীর
দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে হামলার নিন্দা রিজভীর

দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে হামলার নিন্দা রিজভীর

0

মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সন্ত্রাসী কায়দায় এই হামলা ফ্যাসিবাদী শাসনের বহিঃপ্রকাশ।

রোববার রাজধানীতে এক বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আদালতে খারিজ করে দেয়ার প্রতিবাদ এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিতে এ মিছিলের আয়োজন করা হয়।

বেলা ১১ টার দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বাড্ডার সুবাস্তু নজরভ্যালি টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুলিশ মিছিল থেকে চার জনকে গ্রেফতার করেছে বলে দাবি করেছেন রিজভী।

দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে হামলা ও সম্পাদককে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, আজকে দেশে গণতন্ত্র নেই। গণমাধ্যমের মত প্রকাশ ও মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। কারো সঙ্গে কারো মতের মিল না থাকতে পারে। রাজনীতিতে ভিন্ন ভিন্ন মত থাকবে এটা স্বাভাবিক। তাই বলে দৈনিক সংগ্রাম পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী কায়দায় হামলা ফ্যাসিবাদী শাসনের বহিঃপ্রকাশ বলে মনে হয়।

উল্লেখ্য , ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় ‘শহীদ আবদুল কাদের মোল্লার ষষ্ঠ শাহাদতবার্ষিকী আজ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এর প্রতিবাদে পত্রিকাটিকে নিষিদ্ধ করা এবং সম্পাদক আবুল আসাদকে গ্রেফতর ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পত্রিকা অফিস ঘেরাও কর্মসূচি দেয় মুক্তিযুদ্ধ মঞ্চ। কর্মসূচি চলাকালে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে সংগ্রাম কার্যালয়ে ভাঙচুর চালায় তারা।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *