fbpx
হোম জাতীয় দেশে ফিরেছেন ৩০ হাজার ৭৮২ হাজি
দেশে ফিরেছেন ৩০ হাজার ৭৮২ হাজি

দেশে ফিরেছেন ৩০ হাজার ৭৮২ হাজি

0

পবিত্র হজ পালন শেষে মঙ্গলবার (২৬ জুলাই) পর্যন্ত গত ১৩ দিনে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩০ হাজার ৭৮২ জন হাজি। যা সৌদি আরব যাওয়া হজযাত্রীদের অর্ধেকের বেশি।

বুধবার (২৭ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৮৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪১টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৩৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

চেঞ্জ টিভি ডট প্রেস, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত,ভিজিট করুন এর ওয়েবসাইট: ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস, ইউটিউব: ইউটিউব ডট কম শ্ল্যাস চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক,কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

হজের বুলেটিনে আরও জানানো হয়েছে, বাংলাদেশ হজ মেডিকেল টিমের একটি প্রতিনিধিদল সোমবার রাতে মক্কার কিং আব্দুল আজিজ হাসপাতাল, আল নূর হাসপাতাল, কিং ফয়সাল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা অসুস্থ বাংলাদেশি হাজিদের দেখতে যান এবং অসুস্থ হাজিদের চিকিৎসা সেবার বিষয়ে খোঁজ-খবর নেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *