fbpx
হোম রাজনীতি দেশে দুর্নীতির মহামারি চলছে: ছাত্র মজলিসের সম্মেলনে মাওলানা মোহাম্মদ ইসহাক
দেশে দুর্নীতির মহামারি চলছে: ছাত্র মজলিসের সম্মেলনে মাওলানা মোহাম্মদ ইসহাক

দেশে দুর্নীতির মহামারি চলছে: ছাত্র মজলিসের সম্মেলনে মাওলানা মোহাম্মদ ইসহাক

0

খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ‘দেশে হত্যা, ধর্ষণ, দুর্নীতির মহামারি চলছে। ঘর থেকে ধরে নিয়ে ‘বন্দুক যুদ্ধে নিহত’ বলে চালিয়ে দেয়া হচ্ছে। গুম, খুন লুটপাট অব্যাহত রয়েছে। পাশের দেশে মুসলমানদের উপর নির্যাতন চলছে। গরুর গোস্ত খাওয়ার অযুহাতে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এসব জুলুম অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে’। তিনি বলেন, ‘জয় শ্রীরাম, জয় হনুমান’ না বলার কারণে মুসলমানদের হত্যা করা হচ্ছে। কাশ্মীরে নির্যাতন চলছে। এ অবস্থায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আমাদের সরকার কানে আঙ্গুল দিয়ে রয়েছে। গতকাল শুক্রবার ঢাকায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর কাজী বশির মিলনায়তনে ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মনসুরুল আলম মনসুরের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আবদুল বাসিত আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম প্রমুখ।

ড. আহমদ আবদুল কাদের বলেন, নিশি রাতের ভোট চোর সরকারের কারণে দেশে সর্বত্র অন্যায়, অত্যাচার, খুন, ধর্ষণ, রাহাজানী ব্যাভিচার চলছে। চাঁদাবাজি, দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থায় একটি সর্বাত্মক পরিবর্তন আবশ্যক হয়ে পড়েছে। সে পরিবর্তন সাধনে ছাত্র মজলিসকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। দেশের ছাত্র সমাজকে সংগঠিত করে একটি অর্থবহ পরিবর্তনের জন্যে কাজ করতে হবে।

ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস হোসাইন বলেন, এদশের যুবসমাজের চরিত্র ধ্বংস করার জন্যে ননামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আধিপত্যবাদী শক্তি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর বিষাক্ত নি:শ্বাস ফেলছে। সেক্যুলার শিক্ষা ব্যবস্থার মোড়কে নাস্তিক্যবাদী ডারউইনের বিবর্তনবাদ শিকানো হচ্ছে এদশের কোমলমতি শিক্ষার্থীদের। এসব ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে ছাত্র সমাজকে সাথে নিয়ে দুর্বার আন্দোল গড়ে তুলতে হবে।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শেষ একটি বিশাল র‌্যালী গুলিস্তান কাজী বশির মিলনায়তন থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট ঘুরে বায়তুল মোকাররম উত্তর গেটে এসে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের দুই দিনব্যাপী এ সদস্য সম্মেলন আজ সমাপ্ত হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *