fbpx
হোম অন্যান্য দেশের ৩ উপনির্বাচনে করোনা ঝুঁকি নিয়ে চলছে ভোট গ্রহণ
দেশের ৩ উপনির্বাচনে করোনা ঝুঁকি নিয়ে চলছে ভোট গ্রহণ

দেশের ৩ উপনির্বাচনে করোনা ঝুঁকি নিয়ে চলছে ভোট গ্রহণ

0

আজ ঢাকা-১০ আসনসহ মোট ৩টি আসনে চলছে উপনির্বাচন। করোনা আতঙ্কের মধ্যে ঝুঁকি নিয়েই ভোট গ্রহণ হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

ঢাকা-১০ আসনের সবগুলো কেন্দ্রে ইভিএম মেশিন ব্যবহার করা হচ্ছে। তবে ভোটারদের করোনা থেকে সুরক্ষায় ইসি হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু ও ব্যানারের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও ঝুঁকিতে ভোটার ও নির্বাচনী কর্মকর্তারা।

ইসির ‘গোয়ার্তুমি’র কারণে এই নির্বাচনে ভোটার সংখ্যা আশঙ্কাজনক হারে কম হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই আসনের মোট ১১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। বুথ সংখ্যা ৭৭৬। মোট ভোটার রয়েছে ৩ লাখ ১২ হাজার ২৮১ জন। মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা-১০ আসন ছাড়াও আজ গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

গাইবান্ধা-৩ আসনে ১৩২ কেন্দ্রে ভোট দেবেন ৪ লাখ ৩৫ হাজারের বেশি ভোটার। আর বাগেরহাট-৪ আসনের ১৪৩ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ লাখ ১৬ হাজারে বেশি ভোটার। এদিকে এরই মধ্যে করোনা আতঙ্কে বাগেরহাটে বিদেশ ফেরত ৩ হাজার ৩০০ জনের মধ্যে শনিবার সকাল পর্যন্ত ৫৯৪ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে । এবং গাইবান্ধায় ১১৬ জন কোয়ারেন্টাইনে রয়েছে ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *