fbpx
হোম বিনোদন দেশের চিকিৎসকদের কাছে জরুরি প্রশ্ন রাখলেন ক্ষুব্ধ কাজী হায়াৎ
দেশের চিকিৎসকদের কাছে জরুরি প্রশ্ন রাখলেন ক্ষুব্ধ কাজী হায়াৎ

দেশের চিকিৎসকদের কাছে জরুরি প্রশ্ন রাখলেন ক্ষুব্ধ কাজী হায়াৎ

0

সারাবিশ্বের মানুষ করোনা ভাইরাসের কারণে আজ ঘরবন্দী জীবন যাপন করছে। হঠাত করে এই ভাইরাস পৃথিবীকে বানিয়ে দিয়েছে নিরব বাসভূমি। এরি মধ্যে কেড়ে নিয়েছে এক লাখেরও বেশি মানুষের প্রাণ। আক্রান্ত ১৭ লাখ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশেও এরিমধ্যে করোনার ছোবলে ৬‘শরও বেশি আক্রান্ত এবং মারা গেছেন ৩৪ জন। সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেনীর পেশার মানুষ এখন এই রোগেই আতঙ্কিত । তাই এ নিয়ে সতর্ক থেকেই এক চলচ্চিত্র পরিচালক জানান ভিন্ন কথা। প্রশ্ন তুলেন করোনায় চিকিৎকদের ভূমিকা নিয়ে।

মহামারি করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশে চিকিৎসকদের ভূমিকা নিয়ে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ চেঞ্জ টিভি’র সঙ্গে টেলিফোনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে কথা বলেন।

তিনি বলেন, আমরা প্রতিদিনি মিডিয়ার মাধ্যমে করোনা ভাইরাসে যে মৃত্যুর সংবাদ পাচ্ছি, সেখানে বলা হচ্ছে না তারা কিভাবে আক্রান্ত হলো এবং কার মাধ্যমে আক্রান্ত । যদি জানতাম তাহলে হয়ত আমরা আরও বেশি করে সতর্ক হতে পারতাম। বলেন, আমরা বাজার থেকে যা ক্রয় করছি তাতে সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে কিনা সে বিষয় কোন  ধারণা আমাদের নেই বা জানানো হয় নাই।

তিনি করোনার কারণে গভীর আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, বাংলাদেশের চলচ্চিত্র থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, সমাজ ব্যবস্থা ইত্যাদির অনেক পরিবর্তন হয়ে যাবে। এছাড়াও দীর্ঘদিন করোনার প্রভাবে শিক্ষার্থীদের মাঝেও অনভ্যাস তৈরী হবে বলে আশঙ্কা প্রকাশ করেন এই গুণী চলচ্চিত্র পরিচালক।

এনিয়ে বিস্তারিত জানুন চেঞ্জ টিভি’র ইউটিউব লিংক থেকে। https://www.youtube.com/watch?v=oWUeiluQXfM

 

Like
Like Love Haha Wow Sad Angry
20

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *