fbpx
হোম গণমাধ্যম অনলাইন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হচ্ছে ইন্টারনেট: টেলিযোগাযোগ মন্ত্রী
দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হচ্ছে ইন্টারনেট: টেলিযোগাযোগ মন্ত্রী

দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি হচ্ছে ইন্টারনেট: টেলিযোগাযোগ মন্ত্রী

0

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ২০০৮ সালে প্রতি এমবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ দাম ছিল ২৭ হাজার টাকা। আমরা জনগণের জন্য ইন্টারনেটের দাম সাশ্রয়ী করতে তা বর্তমানে মাত্র ২৪০ টাকায় নামিয়ে এনেছি।
শনিবার বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির বার্ষিক সাধারণ সভা শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন. দেশে ২০০৮ সালে মাত্র সাড়ে সাত জিবিপিএস ইন্টারনেট ব্যবহৃত হতো এবং ব্যবহারকারী ছিল মাত্র ৭ লাখ। বর্তমানে দেশে ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং ৩৮৪০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করা হচ্ছে। এরমধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি এককভাবেই ২৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করছে। ২০২৫ সাল নাগাদ দেশে ৬০০০ জিবিপিএসের বেশি আন্তর্জাতিক ব্যান্ডউইথের প্রয়োজন হতে পারে।

নিজস্ব চাহিদা মেটানোর পরও হাতে যথেষ্ট পরিমাণ ব্যান্ডউইথ আছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশে নেটওয়ার্কের বর্ধিত চাহিদা মিটিয়ে ফ্রান্স, সৌদি আরব ও ভারতের ত্রিপুরায় ব্যান্ডউইথ রফতানি করা হচ্ছে। ভুটান, নেপাল এবং ভারতের আসাম ও মেঘালয়ে ব্যান্ডউইথ রফতানি করার প্রক্রিয়া চলছে।

বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক মো: আজম আলী বলেন, রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ২০২১-২২ অর্থবছরে ৪৪১ কোটি ৭৪ লাখ টাকা আয় করেছে। কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৫০ কোটি টাকা। প্রতিষ্ঠানটি থেকে ২০২১-২২ অর্থবছরে সরকার ৫৬ কোটি টাকা লভ্যাংশ পেয়েছে। ২০১৭-১৮ অর্থবছরে অর্থাৎ পাঁচ বছর আগে সাবমেরিন ক্যাবল কোম্পানির রাজস্ব আয় ছিল ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *