fbpx
হোম জাতীয় দুইদিনে রাজধানীতে ফিরেছেন ১২ লাখের অধিক মানুষ
দুইদিনে রাজধানীতে ফিরেছেন ১২ লাখের অধিক মানুষ

দুইদিনে রাজধানীতে ফিরেছেন ১২ লাখের অধিক মানুষ

0

করোনা সংক্রমণরোধে সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে দুইদিনে ঢাকায় ফিরেছেন ১২ লাখ ৮৭ হাজার ৭৫২ জন । একই সময়ে ঢাকা ছেড়েছেন ৯ লাখ ১৬ হাজার ৬০৪ জন । ঢাকায় প্রবেশ ও বের হওয়া মোবাইল ফোনের সিম ব্যবহারকারীর সংখ্যা বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। গতকাল রোববার (২৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিম ব্যবহারকারীর সংখ্যাগুলো তুলে ধরেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

শুক্রবার (২৩ জুলাই) ৮ লাখ ৮১ হাজার ১০৪ ও শনিবার (২৪ জুলাই) ৪ লাখ ৬ হাজার ৬৪৮ জন সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন। আর ২৩ জুলাই ৫ লাখ ৮৬ হাজার ৭৭৯ এবং ২৪ জুলাই তিন লাখ ২৯ হাজার ৮২৫ জন সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার লিখেছেন, মোবাইল সিমের ঢাকা আসা যাওয়ার সর্বশেষ পরিসংখ্যানটি একটু আগে পেলাম। মজার বিষয় হলো ২৪ জুলাই ঢাকা আসা অনেক কমেছে। তবে ঢাকা ছেড়ে যাওয়াও রয়েছে।

মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অধিকাংশই পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করেন না, বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকেই আছেন একাধিক সিম ব্যবহার করেন।

গত ২৪ জুলাই (শনিবার) পর্যন্ত এক কোটি ১৪ লাখ ১১ হাজার ২৮৭টি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর মধ্যে গ্রামীণফোনের ৫৪ লাখ ৯৫ হাজার ১২, রবি আজিয়াটার ২৪ লাখ ৪২ হাজার ১৫০, বাংলালিংকের ২৯ লাখ ৮৫ হাজার ৯৬৫ ও টেলিটকের চার লাখ ৮৮ হাজার ১৬০ জন গ্রাহক রয়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *