fbpx
হোম অন্যান্য দাবি আদায় না হলে ফের আন্দোলন: রনি
দাবি আদায় না হলে ফের আন্দোলন:  রনি

দাবি আদায় না হলে ফের আন্দোলন: রনি

0

রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেছেন, আমি সন্তুষ্ট নই।

আমি তাদের বলবো, যে কথা আমাকে বারবার বলছেন, এটা জনগণকে বলে দেন। আমি আর কিছুদিন অপেক্ষা করবো। যদি দাবি বাস্তবায়ন করে তাহলে ভালো। না হলে এক নভেম্বর থেকে আবারও আন্দোলনে নামবো।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রেলমন্ত্রী ও রেলের মহাপরিচালকের আমন্ত্রণে রেলভবনে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

তিনি বলেছেন, আমি সন্তুষ্ট নই। আমি কর্তৃপক্ষকে বলবো, যে কথা আমাকে বারবার বলছেন, এটা জনগণকে বলে দেন। মন্ত্রী মহোদয় নমনীয়ভাবে আমার প্রতি অসন্তোষ প্রকাশ করে বলেছেন, তোমার দাবিগুলো এভাবে না বলে আমাকে সরাসরি এসে বলতে পারতা।

কিন্তু আপনারা তো জানেন, রেল ভবনে আমাকে ঢুকতেই দেয়নি। এমন একটা প্রতিকূল অবস্থা তৈরি করেছিল পারলে আমাকে তারা মেরেই ফেলে।

রনি বলেন, মন্ত্রী মহোদয় বলেছেন আমার যে দাবি, সেগুলো ছয় মাস বা এক বছর, দুই বছরেও বাস্তবায়ন করা সম্ভব না। আমি বললাম কেন সম্ভব নয়? তাহলে আমাকে কেন সময় দেওয়া হলো, দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হল? এটা তো আমাকে ঠকানো হয়েছে।

আমাকে বলছেন, জনগণকে কেন আপনারা বলছেন না। তখন রেলমন্ত্রী আমাকে বলেন, তুমি আমার চেয়ারে এসে বসো। বললাম আমি যদি আপনার চেয়ারে এসে বসি তাহলে আমি এটা করে দেখাবো। তখন তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছেন।

রেলমন্ত্রীর চেয়ারে বসলে আপনার কতদিন সময় লাগবে দাবিগুলো বাস্তবায়ন করতে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মন্ত্রী মহোদয় বলেছেন দুই বছরেও সম্ভব নয়। কিন্তু আমি দুই বছরেই করে দেখাবো।

এর আগে গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ৬ দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থী।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *