fbpx
হোম আন্তর্জাতিক তিনি বছরের ৩০০ দিনই ঘুমিয়ে কাটান
তিনি বছরের ৩০০ দিনই ঘুমিয়ে কাটান

তিনি বছরের ৩০০ দিনই ঘুমিয়ে কাটান

0

সুস্থ থাকতে দিনে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো জরুরি। কেউ কেউ আবার ১০-১২ ঘণ্টাও ঘুমান। কিন্তু তাই বলে মাসে ২০ থেকে ২৫ দিন বা বছরের ৩০০ দিন কি ঘুমিয়ে কাটানো সম্ভব? ঘটনাটা অবিশ্বাস্য মনে হলেও ভারতের রাজস্থানের বাসিন্দা পুরখারাম তাই করেন। ৪২ বছর বয়সী ওই ব্যক্তি এলাকায় ‘কুম্ভকর্ণ’নামে পরিচিত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।তবে শখ করে কিংবা ইচ্ছে করে পুরখারাম যে এতক্ষণ ঘুমান তা নয়। অ্যাক্সিস হাইপারসোমনিয়া নামের একটি বিরল রোগ বাসা বেঁধেছে তার শরীরে। এতে আক্রান্ত মানুষজন ঘণ্টার পর ঘণ্টা ঘুমোতে থাকেন। ২৩ বছর আগে প্রথম পুরখারামের এই সমস্যার শুরু হয়।হাইপারসমনিয়া ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজিক ইনফরমেশন (এনসিবিআই)-এ প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, এই রোগের কারণে রোগী দিনের বেলায় অতিরিক্ত ঘুমায় বা তার ঘুম লাগে। এতে ৪ থেকে ৬ শতাংশ রোগীর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়।এই রোগে আক্রান্ত  পুরখারাম এখন একটানা ২৫ দিন ঘুমিয়ে থাকেন । রোজগারের জন্য একটি মুদি দোকানও খুলেছিলেন।  কিন্তু তার ঘুম রোগের কারণে সেটিও বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে। এমনও হয়েছে দোকানে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়েছেন। সে ঘুম ভাঙানোর সাধ্য কারও নেই।

জানা গেছে, পুরখারামের পরিবারের সদস্যরাই তার খেয়াল রাখেন। তিনি ঘুমিয়ে থাকলে সেই অবস্থাতেই তাকে খাইয়ে দেন তার স্ত্রী লিছমিদেবী। ঘুমন্ত অবস্থাতেই তাকে গোসল করানো হয়।পুরখারাম জানান, একদিন আগে থেকে তার মাথা ব্যথা শুরু হয়। তখনই তিনি বুঝতে পারেন তার ঘুমানোর সময় হয়েছে। পুরখারাম বলেন, ঘুমিয়ে গেলে ঘুম থেকে ওঠা খুব কঠিন হয়ে যায়।  পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় আমাকে খাওয়ায়, গোসল করায়।  যখন ক্ষুধা লাগে তখন ঘুমাতে পারি না।
পুরখারাম আরও বলেন,  আমার আর কোনও সমস্যা নেই। আমি নিজেও চেষ্টা করি ঘুম থেকে জাগতে। কিন্তু কোনোভাবেউ উঠতে পারি না। অনেক ডাক্তার দেখিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *