fbpx
হোম আন্তর্জাতিক তালেবান আওয়াজ তুলবে কাশ্মীরের মুসলিমদের পক্ষে
তালেবান আওয়াজ তুলবে কাশ্মীরের মুসলিমদের পক্ষে

তালেবান আওয়াজ তুলবে কাশ্মীরের মুসলিমদের পক্ষে

0

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো ভারতশাসিত কাশ্মীর নিয়ে মন্তব্য করল তালেবান। তারা ভারতশাসিত কাশ্মীরে বসবাসরত মুসলিমদের ব্যাপারে আওয়াজ তুলবে বলে জানিয়েছে। গতকাল শুক্রবার তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বিবিসিকে এ কথা বলেছেন।

সুহাইল বলেন, একজন মুসলিম হিসেবে ভারতের কাশ্মীর ও অন্য যেকোনো দেশের মুসলিমদের পক্ষে কথা বলার অধিকার তালেবানের রয়েছে। তবে তিনি জানান, কোনো দেশের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালানোর নীতি তালেবানের নেই।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিভিন্ন অংশ ভারত ও পাকিস্তান শাসন করছে। তবে উভয় দেশই পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করে আসছে। ভারতশাসিত কাশ্মীরে ৩০ বছর ধরে সংঘাত-সহিংসতার ঘটনা ঘটছে।

তালেবানের আরেক মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাকিস্তানভিত্তিক এক টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সব সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তানকে একত্রে আলোচনায় বসার আহ্বান জানান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *