fbpx
হোম আন্তর্জাতিক তালেবানের ওয়েবসাইট উধাও
তালেবানের ওয়েবসাইট উধাও

তালেবানের ওয়েবসাইট উধাও

0

আফগানিস্তানের ক্ষমতায় আসার পর হঠাৎ উধাও হয়ে গেছে তালেবানের অফিসিয়াল ওয়েবসাইটগুলো। শুক্রবার রাত থেকে থেকে অদৃশ্য হয়ে যাওয়া ওয়েবসাইটগুলো নিয়ে অবাক কূটনৈতিক মহল।

তালেবানরা পোস্ত, দাড়ি, আরবী, উর্দু এবং ইংরেজি এই পাঁচটি ভিন্ন ভাষায় ওয়েবসাইট হালনাগাদ করে থাকে। কিন্তু গতকালের পর থেকে পাঁচটি ওয়েবসাইট সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে। তবে এটা কি শুধুই প্রযুক্তিগত সমস্যা নাকি অন্য কিছু যা এখন পর্যন্ত জানা যায় নেই।

ক্লাউডফ্লেয়ারের(নেট.নি) একজন মুখপাত্র, যারা অনলাইনে তালেবানের সাইটগুলোর সুরক্ষা হিসাবে তালিকাভুক্ত করে, তারা তাৎক্ষণিকভাবে এব্যাপারে কোনো মন্তব্য করে নেই।

প্রায় এক সপ্তাহ হতে চলল আফগানিস্তানের দখল নিয়েছে তালেবানরা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘ সহ বিশ্বের বেশকিছু রাষ্ট্র। তারপর কিছুদিন আগে ফেসবুকের তরফে ঘোষণা করা হয় তালেবানদের ইতিবাচকভাবে তুলে ধরা হলেও সেই পোষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক কর্তৃপক্ষ। তা নিয়ে এই কয়দিনে বহুবার নিয়ম বদল করেছে ফেসবুক।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *