fbpx
হোম আন্তর্জাতিক তালেবানদের প্রশংসা করলেন রাশিয়া
তালেবানদের প্রশংসা করলেন রাশিয়া

তালেবানদের প্রশংসা করলেন রাশিয়া

0

তালেবান সরকার আফগানিস্তানে জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের যে প্রচেষ্টা চালাচ্ছে, তার প্রশংসা করেছে বিশ্বে অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া। তবে তালেবানদেরকে নিজেদের দেশে একটি স্থিতিশীল শান্তি অর্জনের জন্য প্রশাসনে অন্তর্ভুক্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে মস্কো।

বুধবারের (২০ অক্টোবর) আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে মস্কোতে আয়োজিত এক আলোচনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এ প্রশংসা করেছেন বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা। এই সম্মেলনে চীন ও পাকিস্তানের কর্মকর্তারা অংশ নিয়েছেন। এছাড়াও ভারত, ইরান, কাজাখিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিচ্ছেন।

সের্গেই লাভরভ বলেন, আফগানিস্তানে একটি নতুন প্রশাসন এখন ক্ষমতায় আছে। আমরা সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে এবং রাষ্ট্রযন্ত্রের কাজ স্থাপনের জন্য তাদের প্রচেষ্টা লক্ষ্য করেছি। আফগানিস্তান থেকে যে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। তিনি বলেন, মস্কো বিশ্বাস করে যে আফগানিস্তানে মানবিক বিপর্যয় রোধে কাবুলকে কার্যকর আর্থিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা প্রদানের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা চালানোর সময় এসেছে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে সের্গেই লাভরভ বলেন, ওয়াশিংটন এর আগে বলেছিল কারিগরি কারণে মস্কোর এই আলোচনায় তারা যোগ দেবে না। কিন্তু ভবিষ্যতে তাদের এমন আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

আলোচনায় তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন উপ-প্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি। বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, এই আলোচনা সমগ্র অঞ্চলের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি বিশ্ব সম্প্রদায়ের কাছে কাবুলের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানান এবং আবারও যুক্তরাষ্ট্রের কাছে আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি রিজার্ভে ফ্রিজ হয়ে থাকা প্রায় ১০ বিলিয়ন ডলার রিজার্ভ মুক্ত করে দেবার আহ্বান জানান । হানাফি এর আগে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *