fbpx
হোম আন্তর্জাতিক তালেবানকে নিয়ে সবাই ভুল ধারণা করেছিল: ব্রিটিশ সামরিক প্রধান
তালেবানকে নিয়ে সবাই ভুল ধারণা করেছিল: ব্রিটিশ সামরিক প্রধান

তালেবানকে নিয়ে সবাই ভুল ধারণা করেছিল: ব্রিটিশ সামরিক প্রধান

0

ঝড়ের গতিতে আফগানিস্তান দখল করেছে তালেবান। তারা কতটা দ্রুত আফগানিস্তান দখল করে নিতে পারে তা আন্দাজ করতে ‘প্রত্যেকেই ভুল করেছিল’ বলে জানিয়েছেন ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল নিক কার্টার।

বিবিসি-কে তিনি বলেন, “তাদের (তালেবান) গতিই আমাদেরকে অবাক করে দিয়েছে। আর তালেবান কী করতে যাচ্ছে তা আমরা বুঝতে পেরেছিলাম বলেও আমি মনে করি না।”

সামরিক গোয়েন্দা তথ্য ভুল ছিল কিনা জানতে চাইলে কার্টার বলেন, সরকার বিভিন্ন উৎস থেকে গোয়েন্দা তথ্য পেয়েছে। শুধু সামরিক গোয়েন্দা তথ্যের ওপর সরকার নির্ভরশীল ছিল না।

এক সপ্তাহ আগেই আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব ব্রিটিশ ও মার্কিন সেনা। এর মধ্য দিয়ে আফগানিস্তানে শেষ হয়েছে ২০ বছরের সন্ত্রাসবিরোধী যুদ্ধের।

তবে পশ্চিমা দেশগুলোর সেনা এভাবে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার তীব্র সমালোচনা হয়েছে। এমনকী তালেবান কীভাবে ঝড়ের গতিতে আফগানিস্তান দখল করে নিতে পারল তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ সপ্তাহের শুরুতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব পার্লামেন্টে এমপি’দেরকে বলেছিলেন, গোয়েন্দাদের ধারণা ছিল, অগাস্টে “ধীরে ধীরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হবে”, কিন্তু “এই বছর কাবুলের পতনের সম্ভাবনা নেই।”

অথচ সেই ধারণা ভুল প্রমাণ করে আগস্টের মাঝামাঝি সময়েই কাবুলের নিয়স্ত্রণ চলে গেছে তালেবানের হাতে।

তালেবানকে নিয়ে ধারণা কী করে ভুল হল জানতে চাওয়া হলে রোববার বিবিসি’র এন্ড্রু মার শো- তে জেনারেল নিক কার্টার বলেন, “আমি মনে করি সোজা কথায় বলা যায়,  প্রত্যেকেই বিষয়টি বুঝতে ভুল করেছে। এমনকী তালেবানও আশা করেনি যে, এত দ্রুত পরিস্থিতি বদলে যাবে।”

তিনি আরও বলেন, “আফগান সরকার যে কতটা নাজুক অবস্থায় আছে, সেটিও কেউ অনুমান করতে পেরেছে বলে আমি মনে করি না।”

আফগানিস্তানে আগামী কয়েক দিনের মধ্যেই নতুন সরকার ঘোষণার কথা রয়েছে তালেবানের। তার মানে বিশ্বের দেশগুলোকে এখন তালেবান প্রশাসনের সঙ্গে খাপ খাইয়ে চলার প্রক্রিয়া শুরু করতে হবে।

নিক কার্টার বলেন, তালেবান কীভাবে দেশ শাসন করবে তা এখনই বলা যাচ্ছে না। তবে এবারের তালেবান প্রশাসন অতীতের তুলনায় কম নিপীড়নমূলক হওয়ার সম্ভাবনা আছে।

তালেবানকে এখন ভিন্নভাবে শাসনকাজ চালাতে উৎসাহিত করাটা আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই বর্তায় জানিয়ে নিক বলেন, “আধুনিক একটি রাষ্ট্রকে কার্যকরভাবে চালাতে তালেবানের একটু সাহায্য দরকার। তারা ভদ্র আচরণ করলে কিছু সাহায্য পেতে পারে।”

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *