fbpx
হোম আন্তর্জাতিক তালেবানকে চাপ দিলে নিরাপত্তা ব্যাহত হবে
তালেবানকে চাপ দিলে নিরাপত্তা ব্যাহত হবে

তালেবানকে চাপ দিলে নিরাপত্তা ব্যাহত হবে

0

নিষেধাজ্ঞার মাধ্যমে তালেবানের ওপর চাপ প্রয়োগের প্রচেষ্টা অব্যাহত রাখলে আফগানিস্তানের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে শরণার্থীর সংখ্যা আরও বাড়তে পারে। আফগানিস্তানের তালেবান শাসকগোষ্ঠী এ যুক্তরাষ্ট্র ও ইউরোপের দূতদের এ ব্যাপারে সতর্ক করেছে। খবর ব্যাংকক পোস্ট ও আল জাজিরার

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দোহায় আলোচনায় পশ্চিমা কূটনীতিকদের বলেছেন, আফগান সরকারকে দুর্বল করার দুরভিসন্ধি রাখা কল্যাণকর নয়। কেননা এর নেতিবাচক প্রভাব সরাসরি বিশ্বকে প্রভাবিত করবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, আমরা বিশ্বের দেশগুলোকে অনুরোধ করছি বিদ্যমান নিষেধাজ্ঞার অবসান ঘটাতে এবং ব্যাংকগুলোকে স্বাভাবিকভাবে কাজ করতে দিতে, যাতে দাতব্য গোষ্ঠী, সংস্থা, সরকার তাদের নিজস্ব মজুদ ও আন্তর্জাতিক আর্থিক সহায়তা দিয়ে তাদের কর্মীদের বেতন দিতে পারে।

তালেবান নেতারা মঙ্গলবার কাতারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের একটি যৌথ প্রতিনিধিদলের সঙ্গে প্রথমবারের মতো মুখোমুখি আলোচনায় অংশ নেন। সেখানে আফগানিস্তানের জন্য ১২০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ব্রাসেলস।

এদিকে আফগানিস্তানে মানবিক বিপর্যয় এড়াতে সহায়তা দেওয়ার ব্যাপারে একমত হয়েছে বিশ্বের ২০টি প্রধান অর্থনৈতিক জোট জি-২০। এ সহায়তা নিয়ে যদি তালেবানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হয়, সেটাও করবে এই জোট। মঙ্গলবার জোটের ভার্চুয়াল সম্মেলন থেকে এ সিদ্ধান্ত এসেছে। ওই সম্মেলনে জোট নেতাদের মধ্যে আলোচনার পর ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এসব জানান।

১০০ কোটি ইউরো (১২০ কোটি মার্কিন ডলার) তহবিল সংগ্রহের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৈঠক আহ্বান করে। এ তহবিল আফগানিস্তানে জরুরি মানবিক চাহিদা পূরণ এবং প্রতিবেশী যেসব দেশ পালিয়ে যাওয়া আফগান নাগরিকদের আশ্রয় দিয়েছে, তাদের দেওয়া হবে। গত ১৫ আগস্ট সশস্ত্র গোষ্ঠী তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে নতুন করে এমন সংকট শুরু হয়েছে।

ভার্চ্যুয়ালি বিশেষ এ জরুরি সম্মেলনের আয়োজন করে ইতালি। এরপর সংবাদ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি সাংবাদিকদের বলেন, (আফগানিস্তানের) জরুরি মানবিক পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয়তার বিষয়ে আমাদের সবার মতামত ছিল অভিন্ন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *