fbpx
হোম ক্রীড়া তামিমের ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ
তামিমের ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ

তামিমের ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ

0

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক নামার আগেই প্রাইম ব্যাংক শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে। তবে তিন ম্যাচেই দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন বাঁহাতি এ ওপেনার।

একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি রয়েছে তার। প্রথম ম্যাচে ৮, দ্বিতীয় ম্যাচে ৯০ রানে আউট হয়েছিলেন। গতকাল (২৬ এপ্রিল) বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে তুলে নিয়েছেন সেঞ্চুরি। লিস্ট-এ ক্রিকেটে এটি তার ২০তম সেঞ্চুরি।

আর এই সেঞ্চুরি দিয়েই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। ২৭৭ ম্যাচে তার সংগ্রহ ১০ হাজার ১২ রান। গতকাল রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে নামার আগে তামিমের রান ছিল ৯ হাজার ৯০৩। এদিন, অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেছেন তিনি ৮১ বলে। যেখানে ছিল ৯টি চার ও ৭টি ছক্কা। ৯৫ থেকে নাসুমকে লং অন দিয়ে ছক্কা মেরে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন তামিম।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *