fbpx
হোম অন্যান্য ঢাকায় করোনা আক্রান্তের অধিকাংশ বাড়ি লকডাউন
ঢাকায় করোনা আক্রান্তের অধিকাংশ বাড়ি লকডাউন

ঢাকায় করোনা আক্রান্তের অধিকাংশ বাড়ি লকডাউন

0

ঢাকার যেসব এলাকায় করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হচ্ছে ওই সব ভবন ও এর পার্শ্ববর্তী ভবন এমনকি ঝুঁকিপূর্ণ মনে হলে পুরো এলাকা লকডাউন করা হচ্ছে।

যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এর কোনো সঠিক পরিসংখ্যান নেই। তবে সূত্র বলছে, লকডাউনের আওতায় পড়া বাড়ি কিংবা ভবনের সংখ্যা হাজার ছাড়াবে।

ঢাকা মহানগরের ৫০ থানার মধ্যে ৩৪টিতেই করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এসব এলাকায় শনিবার পর্যন্ত ২৩৪ জন এ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারা আক্রান্ত হওয়ায় তাদের বসবাসরত ভবন ও পার্শ্ববর্তী ভবনও লকডাউন করা হয়েছে।

পুলিশ জানায়, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্তের কাজ করছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা করোনা আক্রান্ত রোগী পাওয়ার সঙ্গে সঙ্গে সেই রোগীর ব্যাকগ্রাউন্ড যাচাই করে তার বাড়ি বা এলাকা কোয়ারেন্টিন কিংবা লকডাউন করছে। তাদের নির্দেশনা বাস্তবায়ন করে সংশ্লিষ্ট থানা পুলিশ। ডিএমপির রমনা থানার মগবাজারের রিজেন্ট টাওয়ার লকডাউন করা রয়েছে।

এছাড়া বিভিন্ন এলাকায় ব্যক্তি উদ্যোগেও সুরক্ষিত থাকার লক্ষ্যে বাড়িঘর লকডাউন করে রাখা হচ্ছে বলে জানা যায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ বিভাগের ডিসি মাসুদুর রহমান বলেন, আমরা লকডাউন করা বাড়ির কোনো তালিকা তৈরি করিনি। আইইডিসিআর যখন যে বাড়িতে রোগী শনাক্ত করে, তাদের পরামর্শ অনুযায়ী ওই বাড়ি ও প্রয়োজনে এর আশপাশের বাড়ি লকডাউন করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
14

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *