fbpx
হোম অন্যান্য ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ১০৭ টি
ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ১০৭ টি

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ১০৭ টি

0

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১০৭ দেওয়ানি মামলা দায়ের করেছেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান কর্মীরা ।

গত রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকার তৃতীয় শ্রম আদালতে ১৭টি মামলা করেন তার প্রতিষ্ঠানের বর্তমান কর্মীরা । এ নিয়ে গ্রামীণ টেলিকমের কর্মীরা ড. ইউনূসের বিরুদ্ধে মোট ১০৭টি মামলা দায়ের করলেন । যার মধ্যে সাবেক কর্মীদের ১৪টি ও বর্তমান কর্মীদের ৯৩টি মামলা রয়েছে ।

ড. ইউনূসকে এসব মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে আসামি করা হয়েছে । এছাড়া গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আশরাফুল হাসানকেও এসব মামলায় আসামি করা হয়েছে বলে জানা যায় ।

বকেয়া পরিশোধ না করায় ক্ষুদ্রঋণের প্রবক্তা ও বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সর্বশেষ রোববার শ্রম আদালতে ১৭টি মামলা দায়ের করা হয়েছে । মামলাগুলোর শুনানির জন্য আদালত ২৩ মার্চ দিন ধার্য করেছেন ।

ড. মোহাম্মদ ইউনূসের আইনজীবী রাজু আহম্মেদ রাজু  জানান, ড. ইউনূসের বিরুদ্ধে আরও ১৭টি মামলা হয়েছে আমরা তা শুনেছি । আইনগতভাবে আমরা এসব মামলার মোকাবিলা করব ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *