fbpx
হোম জাতীয় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্ক বাড়ছে জনমনে
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্ক বাড়ছে জনমনে

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্ক বাড়ছে জনমনে

0

দেশের বিভিন্ন এলাকায় নতুন করে আক্রান্ত হয়ে প্রতিনিয়তই হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। এতে আতঙ্ক বেড়েই চলছে জনমনে। তবে, কিছু কিছু জেলায় চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরে যাওয়ায় কমেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুক্রবার নতুন করে ৪৫ জন ভর্তি হওয়ায় এখন মোট রোগী ২শ’ ৬ জন। তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সিরাজগঞ্জে নতুন করে ৬ জন আক্রান্ত হওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩শ’ ৫৪ জনে। এরমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ৫৭ ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন দু’শো ৯৭ জন।

চাঁদপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। নতুন করে নারী-শিশুসহ ৩২ জন আক্রান্ত হয়েছেন। জেলা সদর হাসপাতালে এ মুহূর্তে ডেঙ্গু রোগী ৮৯ জন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ও আসন সংকটে ব্যহত হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা কার্যক্রম। নতুন করে একশ’ দুইজন ভর্তি হওয়ায় চাপ বেড়েছে আরো।

নওগাঁয় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায়, জেলা সদর হাসপাতালে খোলা হয়েছে আলাদা দু’টি ইউনিট। নতুন ১৭ জন ভর্তি হওয়ায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১শ’ ৭৬ জন।

বরিশালে আক্রান্তের চেয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফেরার সংখ্যা বাড়ায় হাসপাতালে কিছুটা কমেছে ডেঙ্গু রোগী। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন ভর্তি আছেন ২৫৮ জন। আগে যার সংখ্যা ছিলো ২৯৯ জন। এ পর্যন্ত চিকিৎসা শেষে চলে গেছেন ৮৫৩ জন।

এছাড়া, শেরপুর, কিশোরগঞ্জ, বরগুনা, চট্টগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়িত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্ক বাড়ছে জনমনে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *