fbpx
হোম আন্তর্জাতিক ট্রাম্পের জনপ্রিয়তা কোন দেশে কেমন
ট্রাম্পের জনপ্রিয়তা কোন দেশে কেমন

ট্রাম্পের জনপ্রিয়তা কোন দেশে কেমন

0

ডোনাল্ড ট্রাম্পকে নিজ দেশ আমেরিকায় যেমন অনেকেই পছন্দ করে না তেমনি বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরও তাকে নিয়ে রয়েছে বিভিন্ন মতামত। বেশীরভাগ দেশে তার জনপ্রিয়তা একদম কম আবার এমন অনেক দেশও পাওয়া গেছে যেখানে ট্রাম্প বেশ জনপ্রিয় একজন ব্যক্তি।

মার্কিন জরিপ সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সম্প্রতি প্রকাশিত এক জরিপ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্প কতখানি জনপ্রিয় তা জানা যায়। জরিপে দেখা গেছে, ইসরায়েল, ফিলিপাইন, নাইজেরিয়া, ভারতে ট্রাম্পের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। অপরদিকে মেক্সিকো, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার দেশগুলোর জনগণ আমেরিকাকে নেতিবাচক হিসেবেই দেখে থাকে।

শতকরা ৭৭ ভাগ ফিলিপিনো ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন। এক্ষেত্রে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে ইসরায়েল (৭১%), কেনিয়া (৬৫%), নাইজেরিয়া (৫৮%) এবং ভারতের (৫৬%)  জনগণ।

এছাড়া জরিপে দেখা গেছে, আফ্রিকার জনগণের কাছে ট্রাম্প বেশ জনপ্রিয় একজন ব্যক্তি। অথচ এই আফ্রিকার দেশগুলো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বেশ তুচ্ছতাচ্ছিল্য করেছেন। অপমানজনক মন্তব্য করার পরও আফ্রিকানরা তাকে বেশ ভালোবাসে বলেই জরিপে দেখা গেছে।

সম্প্রতি পিউ রিসার্চ সেন্টার গত বছরের মে থেকে অক্টোবর মাস পর্যন্ত বিশ্বের ৩৩ টি দেশের প্রায় ৩৭ হাজার মানুষের কাছে ট্রাম্পের গ্রহণযোগ্যতা যাচাই করার জন্য জরিপ করে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *