fbpx
হোম বিনোদন জেমসের মামলা : বাংলালিংকের পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
জেমসের মামলা : বাংলালিংকের পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

জেমসের মামলা : বাংলালিংকের পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

0

বুধবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে বাংলালিংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলার আবেদন করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জেমস আদালতে এসে তার আইনজীবীর মাধ্যমে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইটের দুটি মামলার আবেদন করেছেন। তার অসংখ্য জনপ্রিয় গান আছে।

কোনও ধরনের অনুমতি না নিয়েই জেমসের গান বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণে তিনি মামলা করতে আদালতে আবেদন করেছেন।’ এ বিষয়ে আদালতের শুনানি শুরু হয় আনুমানিক দুপুর ১২টার দিকে। এরপর আদালত তাদের জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনায় মামলার আসামিদের বিরুদ্ধে সমন জারি করে উক্ত পাঁচ জনকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘জেমসের অসংখ্য জনপ্রিয় গান কোনও ধরনের অনুমতি না নিয়েই বাংলালিংক তাদের ওয়েলকাম টিউন, বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করে আসছে। বাংলালিংকের এই কর্মকাণ্ড কপিরাইট আইন ভঙ্গের সামিল। এ কারণেই তিনি বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন।’

আসামিরা হলেন বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক আ্যাস, চিফ কমপ্লেন অফিসার এম নূরুল আলম, চিপ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাগাশিয়া, চিফ করপোরেট রেগুলার অফিসার তৈয়মুর রহমান ও হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস) অনিক ধার।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *