fbpx
হোম অন্যান্য জাহান্নাম গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা !
জাহান্নাম গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা !

জাহান্নাম গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা !

0

সত্যিই কি জাহান্নামের হদিশ পেলেন বিজ্ঞানীরা ! জাহান্নাম বলতে যা যা আনুষঙ্গিক বৈশিষ্ট মনে আসে, ঠিক তেমন রূপেরই এক অপরিচিত গ্রহের হদিশ মিলতেই অবাক হয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। নাসার কেপলার স্পেস টেলিস্কোপ ও স্পিৎজার স্পেস টেলিস্কোপে ধরা দিয়েছে এই অপরিচিত গ্রহ। যার নাম হেল এক্সোপ্ল্যানেট। পোশাকি নাম কে২-১৪১বি।

বিজ্ঞানীরা জানিয়েছেন, গনগনে লাভার সমুদ্র রয়েছে ওই গ্রহে। ক্রমশ উল্কাবৃষ্টি হচ্ছে। ঝড়ো হাওয়ার ঝাপটা। তোলপাড় হয়ে যাচ্ছে গোটা গ্রহ। চরমভাবাপন্ন তাপমাত্রা দেখা গিয়েছে সেখানে। ঠিক অন্য পিঠেই হাড় হিম করা ঠান্ডা। বরফে ঢাকা। তুষারপাত চলছে অনবরত। ওই গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানাচ্ছে, এই গ্রহের নক্ষত্র তার অক্ষের চারিদিকে ঘোরে না। এক জায়গায় স্থির থাকে। এই গ্রহের একদিকের তাপমাত্রা জ্বালিয়ে পুড়িয়ে দেবে। অন্যদিকে কনকনে জমে যাওয়ার মতো ঠান্ডা।

উল্লেখ্য, এটা আদতে জাহান্নাম নয়। জাহান্নামের মতো আখ্যা দিয়ে এর ভয়াবহ পরিবেশ সম্পর্কে বোঝানো হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
142

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *