fbpx
হোম ক্রীড়া জার্সি দান করে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে ম্যারাডোনা
জার্সি দান করে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে ম্যারাডোনা

জার্সি দান করে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে ম্যারাডোনা

0

সারাবিশ্বে করোনার প্রকোপে দিশেহারা মানুষ। স্থবির পৃথিবী যেনো জনশূন্য। তবে থেমে  নেই মানুষের জীবনযাত্রা। থমকে আছে অসহায়েরা, যাদের সাহায্য করছে কিছু অসাধারণ মানুষ। তেমনি কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনা এগিয়ে এসেছে করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে।

ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিখ্যাত ১০ নম্বর জার্সি দান করলেন।

১৯৮৬ বিশ্বকাপ জয়ের স্মারকটিতে থাকছে ম্যারাডোনার অটোগ্রাফও। প্রথমে নিলামের কথা ভাবলেও শেষ পর্যন্ত জার্সিটি দেয়া হবে লটারির মাধ্যমে। আর জার্সি জিততে হলে আগ্রহীদের স্বাস্থ্যকর পণ্য, মাস্ক এবং ১০০ কেজি খাদ্যপণ্য কেনার টাকা দিতে হবে।

যারা এই চ্যারিটিতে যুক্ত হবে, তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে এক জন বিজয়ী পাবেন ম্যারাডোনার এই জার্সি। লটারি থেকে প্রাপ্ত অর্থ, খাদ্য কিংবা অন্যসব পণ্য বিতরণ করা হবে বুয়েন্স আয়ার্সের শহরতলির একটি সুবিধাবঞ্চিত এলাকায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *