fbpx
হোম আন্তর্জাতিক জার্মানি ও নেদাল্যান্ডসকে ধন্যবাদ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট
জার্মানি ও নেদাল্যান্ডসকে ধন্যবাদ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

জার্মানি ও নেদাল্যান্ডসকে ধন্যবাদ দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

0

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে জোড়ালো সমর্থন করায় জার্মানি ও নেদারল্যান্ডসকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির (ইউক্রেন) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।খবর আনাদোলুর।

ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার রাজধানী কিয়েভে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্না বিয়ারবক এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ট্রার সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে জেলেনস্কি বলেন, আমাদের এ দুঃসময়ে আপনারা আমাদের প্রতি যে সহানুভূতি এবং সহায়তার হাত রাড়িয়েছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের এ সমর্থন আমাদের নৈতিকভাবে সাহস যুগিয়েছে।

এক টুইটবার্তায় নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ট্রা বলেন, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্না বিয়ারবককে নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে।

আলোচনায় স্থান পেয়েছে ইউক্রেনের পুনর্গঠন ও জরুরি খাদ্য সহায়তার বিষয়টি।

একইভাবে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্না বিয়ারবক এক টুইটবার্তায় বলেছেন, জেলেনস্কির সঙ্গে চমৎকার একটি বৈঠক হয়েছে। এতে রুশ আগ্রাসন থেকে রক্ষা করতে আউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *