fbpx
হোম অন্যান্য জার্মানিতে মুসলিম তরুণেরা কি করছে !
জার্মানিতে মুসলিম তরুণেরা কি করছে !

জার্মানিতে মুসলিম তরুণেরা কি করছে !

0

জার্মানির পেডাগজিক্যাল ইউনিভার্সিটি অব কার্লসরুহের ইনস্টিটিউট ফর ইসলামিক থিওলজি ও রিলিজিয়াস এডুকেশনের এক গবেষণা বলছে, ধার্মিকতার সঙ্গে সামাজিক কাজে সম্পৃক্ততা বেড়েছে সে দেশের মুসলিম তরুণদের।

গবেষণার পরিচালক ইয়র্গ ইমরান শ্র্যোটার জানান, ১৪ থেকে ৩৪ বছর বয়সী প্রায় সাত শ তরুণের ওপর জরিপ চালিয়ে এই তথ্য উঠে এসেছে। জরিপটি অনলাইনে করা হয়।

গবেষণায় দেখা গেছে, সাত শ তরুণের মধ্যে ৬১ শতাংশ জানিয়েছেন তারা সামাজিক নানা কাজে সক্রিয়। এর বিনিময়ে বেশির ভাগই কোনো টাকাও নেন না। এর বাইরে আরো ২০ শতাংশ সামাজিকভাবে সক্রিয় হতে চান এবং ১১ শতাংশ জানিয়েছেন, তারা আগে সম্পৃক্ত ছিলেন। ইয়র্গ বলেন, ‘শিক্ষিত মুসলিম তরুণদের মধ্যে সামাজিক কাজে অংশ নেওয়ার এই বিপুল আগ্রহ ধার্মিকতার ইতিবাচক প্রভাব বলে মনে করছি আমরা। এতে সার্বিকভাবে সমাজের উন্নয়নে তাদের অংশগ্রহণ বাড়বে।’

সামাজিক কাজে অংশগ্রহণের কারণ হিসেবে তরুণরা তিনটি প্রধান কারণ উল্লেখ করেছেন। তা হলো, এক. কিছু একটা করতে চান (৮৮ শতাংশ), দুই. ধর্মীয় বিশ্বাস থেকে (৮১ শতাংশ) ও তিন. ছোট করে হলেও সমাজে অবদান রাখা (৭৯ শতাংশ)।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *