fbpx
হোম রাজনীতি জামায়াতের দলছুট নেতা মঞ্জুর নতুন দল এবিপি আসছে ২রা মে
জামায়াতের দলছুট নেতা মঞ্জুর নতুন দল এবিপি আসছে ২রা মে

জামায়াতের দলছুট নেতা মঞ্জুর নতুন দল এবিপি আসছে ২রা মে

0

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুজিবুর রহমান মঞ্জু’র নতুন রাজনৈতিক দলের সম্ভাব্য নাম আমার বাংলাদেশ পার্টি বা এবিপি। সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক ও আইনজীবী তাজুল ইসলামকে সদস্যসচিব করে ১১০ জনের আহ্বায়ক কমিটি করা হবে। কমিটিতে দলের মুখপাত্র হিসেবে থাকবেন জনআকাঙক্ষার সমন্বয়কের দায়িত্বে থাকা মুজিবুর রহমান মঞ্জু।

জনআকাঙক্ষার একটি সূত্র চেঞ্জ টিভিকে এসব তথ্য নিশ্চিত করেছে । আগামী ২রা মে বেলা ১১টায় বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন রাজনৈতিক দলের নাম, কর্মসূচি এবং আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে গঠিত প্লাটফর্ম জনআকাঙ্ক্ষার প্রধান সমন্বয়ক মুজিবুর রহমান মঞ্জু আজ বিকালে অনলাইন ব্রিফিং-এ বলেছেন, ‌করোনা সংকট নতুন করে বুঝিয়ে দিয়েছে যে এই সরকার রাষ্ট্র পরিচালনায় কতটা ব্যর্থ। বুঝিয়ে দিয়েছে এই রাষ্ট্র নতুন করে গড়ার প্রয়োজনীয়তা, যেটাকে আমরা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের আলোকে দ্বিতীয় প্রজাতন্ত্র বিনির্মাণের লড়াই বলছি।’

সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে অনলাইন ব্রিফিং-এ আরও উপস্থিত ছিলেন জনআকাঙক্ষার কেন্দ্রীয় সংগঠক মেজর (অব.) আবদুল ওহাব মিনার, আইনজীবী তাজুল ইসলাম, আসাদুজ্জামান ফুয়াদ, যুবায়ের আহমেদ ।

সোলায়মান চৌধুরী বলেন, ‘‌সীমিত সময় এবং সীমিত সম্পদ দিয়ে গত এক বছরে জনআকাঙ্ক্ষা যা অর্জন করেছে, তা অভাবনীয়। এটি আমাদের পথচলার পাথেয় হবে।’

এ বিষয়ে জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘দেশের স্বার্থে নয়, মঞ্জু দল গঠন করছেন ব্যক্তিগত আক্রোশ ও ক্ষোভ থেকে । জামায়াতে ভালো পদ ও দায়িত্ব পেলে মঞ্জু কখনোই দল করার চিন্তা করতেন না। অ্যাডভোকেট তাজুল ইসলামসহ অন্যরাও জামায়াত থেকে ‍সুবিধা না পাওয়ার কারণে সরে গেছেন । সময়ের হাওয়া কেটে গেলে এরকম দল প্যাডসর্বস্ব ক্লাবে পরিণত হবে ।’

 

Like
Like Love Haha Wow Sad Angry
4

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *