fbpx
হোম গণমাধ্যম চেঞ্জ টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
চেঞ্জ টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চেঞ্জ টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

0

শুভেচ্ছার সৌরভে সিক্ত হলো চেঞ্জ টিভি. প্রেস । বাংলাদেশে শুভ পরিবর্তনের ক্ষেত্রে গণমাধ্যমটির ভূমিকাকে মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছেন গুণীজনরা।

আজ চেঞ্জ টিভি.প্রেস এর দ্বিতীয় বর্ষপূর্তি। বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত এবং প্রথম ভিডিও নিউজ পোর্টাল হিসেবে ইতোমধ্যে বিপুল মানুষের  অর্জন করেছে অনলাইন টেলিভিশন চ্যানেলটি।

এক ফোঁটা হলুদও নেই, শ্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ১ লা জানুয়ারী আত্মপ্রকাশ করে চেঞ্জ টিভি. প্রেস । পথচলার শুরু থেকেই বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রতিষ্ঠানের উপদেষ্টা সম্পাদক হিসেবে অনুপ্রেরণা ও নির্দেশনা দিয়ে যাচ্ছেন। চেঞ্জ টিভি’র মাধ্যমেই ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক বাংলাদেশে প্রথম ইউটিউব জার্নালিজমের আইডিয়া উপস্থাপন করেন ।

ইতোমধ্যে চেঞ্জ টিভি.প্রেস, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে। পেয়েছে সিলভার বাটনও। ভিডিও পোর্টালের ওয়েব সাইট, ইউটিউব, ফেসবুক-এই তিন মাধ্যম মিলিয়ে প্রতিদিন চেঞ্জ টিভি দেখছে প্রায় দশ লাখ মানুষ। শুধুমাত্র ইউটিউবেই এ পর্যন্ত চেঞ্জ টিভি’র ভিডিও দেখা হয়েছে প্রায় দশ কোটি বার।

দ্বিতীয় বর্ষপূর্তিতে চেঞ্জ টিভি.প্রেস’কে শুভেচ্ছা জানিয়েছেন আইএসপিআর এর পরিচালক লেফটেনেন্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ, প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ঘাতক দালাল নির্মূল কমিটি’র সভাপতি শাহরিয়ার কবীর, বিএনপি’র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর, চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক, অভিনেতা সিদ্দিকুর রহমান, নাট্যাভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, কৌতুক অভিনেতা ববি এবং কণ্ঠশিল্পী আকবর ।

দ্বিতীয় বর্ষপূর্তি’র এই আনন্দপ্রহরে সকল দর্শক, পাঠক, কলাকুশলী ও বিজ্ঞাপনদাতাকে শুভেচ্ছা জানাচ্ছে চেঞ্জ টিভি. প্রেস কর্তৃপক্ষ।

শিশুদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করলো কোটি মানুষের প্রিয় অনলাইন টিভি চেঞ্জ টিভি. প্রেস। গণমাধ্যমটির নিজস্ব কার্যালয়ে আনন্দঘন পরিবেশে দ্বিতীয় বর্ষপূর্তির কেক কাটে শিশুরা। এ সময় তারা গান গেয়ে, কবিতা আবৃত্তি করে উৎসব উদযাপন করে। শিশুদের সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তারা। তারা জানান, বাংলা ভাষাভাষী মানুষের আশার প্রতীকে পরিণত হয়েছে চেঞ্জ টিভি। ভবিষ্যতে শিশুদের জীবনগঠনে বিশেষ উদ্যোগ গ্রহণ করবে এ গণমাধ্যম, এমনই প্রত্যাশা ছিলো তাদের কণ্ঠে।

Like
Like Love Haha Wow Sad Angry
5

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *