fbpx
হোম আন্তর্জাতিক চীন-ভারত উত্তেজনা : যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত
চীন-ভারত উত্তেজনা : যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত

চীন-ভারত উত্তেজনা : যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত

0

প্রায় তিন মাস ধরে চলছে চীন-ভারত উত্তেজনা। প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেড়েছে চীন। এ নিয়ে চীন-ভারতের মধ্যে সামরিক ও কূটনৈতিক স্তরে বৈঠক হয়েছে দফায় দফায়। তবুও প্যাংগং লেকের ফিঙ্গার পয়েন্ট এবং দেপসাং উপত্যকা থেকে সেনা সরাতে রাজি নয় চীন।

ভারতের দাবি, তাদের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে বসে আছে চীনের সেনারা। চীনের পিপলস লিবারেশন আর্মির এমন আচরণে ক্ষুব্ধ হয়ে এবার দেশের সেনা কমান্ডারদের ‘যুদ্ধের প্রস্তুতি’ নিয়ে রাখার নির্দেশ দিয়েছে ভারত।

সংবাদসংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গত কয়েকদিনে সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে লাদাখ থেকে আসাম পর্যন্ত প্রতিটি এলাকায় গেছেন। সেখানে কর্তব্যরত সেনা কমান্ডারদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। সিকিম, অরুণাচলে চীনের সঙ্গে সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, গালওয়ান, হটস্প্রিং, ফিঙ্গার পয়েন্ট ফোর থেকে চীন সেনা সরিয়ে নিলেও ভারতীয় ভূখণ্ডের প্যাংগং, দেপসাংয়ে এখনও ঘাঁটি গেড়ে বসে আছে চীনা সেনারা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *