fbpx
হোম আন্তর্জাতিক চীনে ২ কোটি মানুষ লকডাউনে
চীনে ২ কোটি মানুষ লকডাউনে

চীনে ২ কোটি মানুষ লকডাউনে

0

বেইজিংয়ের জিরো কোভিড পলিসি কার্যক্রমের সিদ্ধান্ত থেকে দেশটির চেংদু শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

শহরটিতে ১৫৭ জনের কোভিড শনাক্ত হওয়ায় সেখানকার ২১ মিলিয়ন (দুই কোটি দশ লাখ) অধিবাসীর উপর জারি করা হয়েছে লকডাউন। আক্রান্তদের ৫১ জনের মাঝে করোনার কোন উপসর্গ নাই।

লকডাউনের সময় প্রতিটি পরিবারের সর্বোচ্চ একজন সদস্য প্রয়োজনীয় কেনাকাটার জন্য বাসার বাহিরে যেতে পারবেন।

মহামারি নিয়ন্ত্রণে জিরো কোভিড নীতির আওতায় আরোপ করা হলো কড়াকড়ি নিয়ম। তবে বিধিনিষেধ কতদিন জারি থাকবে তা নিয়ে নিশ্চিতভাবে কোনো ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা পরিস্থিতিকে ‘অত্যন্ত জটিল এবং গুরুতর’ বলে চিহ্নিত করেছেন। উষ্ণ আবহাওয়ার কারণে সাঁতার ও বিনোদন স্পটগুলোতে গণসমাবেশের জন্য প্রাদুর্ভাব ঘটেছে বলছেন তারা।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। সেখান থেকেই আজ গোটা পৃথিবীতে ছড়িয়েছে। যদিও করোনার প্রকৃত উৎস কোথায় তা নিয়ে এখনো সংশয় রয়েছে।

২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

কয়েক বছরে করোনা বারবার ধরন বদলে আবারও সংক্রমণ ঘটিয়েছে। এদিকে, করোনা ঠেকাতে বিশ্বজুড়ে চলছে টিকাদান কর্মসূচি। সূত্র: বিবিসি

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *