fbpx
হোম আন্তর্জাতিক চীনে বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে
চীনে বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে

চীনে বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করছে

0

করোনা ভাইরাস প্রতিরোধে চীনে মানুষের চলাচলের উপর নিয়ন্ত্রণ আনা হয়েছে প্রথম থেকেই । তবুও ভাইরাসটিকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দেশটির প্রশাসনকে ।

ভাইরাসটি মহামারী আক্রমণের আগেই চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে শীতকালীন ছুটি শুরু হয় । সেই ছুটি চলতি মাসের ২০ তারিখের মধ্যে শেষ হয়ে গেলেও করোনা ভাইরাসের কবলে বিশ্ববিদ্যালয়গুলো এখনও খোলেনি । কবে নাগাদ খুলবে এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কবে শুরু হবে এবিষয়েও সঠিক কোনো ধারনা শিক্ষার্থীদের দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । ফলে ভাইরাসে আক্রমণে পর দেশে ফেরা শিক্ষার্থীরা চীনে ফেরার বিষয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন ।

এরই মধ্যে, এই সপ্তাহ থেকে অনলাইনে ঘরে বসেই ক্লাস নেওয়া শুরু করছে বিশ্ববিদ্যালয়গুলো । উইচ্যাট, কিউকিউ এবং বিভিন্ন অ্যাাপস ব্যবহার করে ক্লাসে অংশ নিচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীরা ।এদিকে অনলাইনে ক্লাস করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে । এই অবস্থায় যারা দেশে ফিরছেন তাদেরকেও দেশে বসে নির্দিষ্ট সময়ে অংশ নিতে হচ্ছে অনলাইন ক্লাসে ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *