fbpx
হোম আন্তর্জাতিক চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৯০৪
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৯০৪

চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৯০৪

0

চীনে ভয়াবহ রূপ নেয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে গতকাল (রোববার) নতুন করে আরও ৯১ জনের মৃত্যু হয়েছে। আর এ নিয়ে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯০৪ জনে। যার মধ্যে চীনের মূল ভূখণ্ড ও বাইরে মৃত্যু হয়েছে ৯০২ জনের। এছাড়া হংকং ও ফিলিপাইনে একজন করে মারা গেছেন।

১০ ফেব্রুয়ারি চীনের হুবেই প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হুবেই প্রদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮৭১ জনে দাঁড়িয়েছে।

রোববার চীনে নতুন করে আরও ২ হাজার ৬১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে মোট ২৯ হাজার ৬৩১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল বলে নিশ্চিত করেছে হুবেই কর্তৃপক্ষ। আর চীনসহ বিশ্বে মোট করোনা ভাইরাস আক্রান্ত্রের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে।

গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ। এখন পর্যন্ত বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।

রোববার (৯ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ২০০২-০৩ সালে মহামারি আকারে ছড়িয়ে পড়া সার্সকেও (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম) ছাড়িয়ে গেছে। সে সময় সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ২৪টিরও বেশি দেশে মোট ৭৭৪ জনের মৃত্যু হয়, আক্রান্ত হন ৮ হাজার ৯৮ জন।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের আক্রান্তের অনেক ঘটনাই হয়তো সামনে আসছে না। এ কারণে এর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *