fbpx
হোম রাজনীতি চীনের সঙ্গে ‘সম্পর্ক’ ছিন্ন করার দাবি ইসলামী ঐক্যজোটের
চীনের সঙ্গে ‘সম্পর্ক’ ছিন্ন করার দাবি ইসলামী ঐক্যজোটের

চীনের সঙ্গে ‘সম্পর্ক’ ছিন্ন করার দাবি ইসলামী ঐক্যজোটের

0

চীনের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক’ ছিন্ন করতে সরকারের কাছে দাবি জানিয়েছে সম্মিলিত ইসলামী ঐক্যজোট। উইঘুর মুসলিমদের গণহত্যা ও বর্বর নির্যাতনের জন্য এই দাবি জানিয়ে দলটি একইসঙ্গে চীনা পণ্য বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ‘পূর্ব তুর্কিস্তানের ব্যারেন বিদ্রোহে শহিদদের স্মরণে’ আয়োজিত এক সেমিনারে সম্মিলিত ইসলামী ঐক্যজোট ও সমমনা ইসলামী দলের নেতারা এ দাবি জানান।

সেমিনারে বক্তব্য দেন- সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আবু জাফর কাসেমী, খেলাফত আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আবুল কাসেম কাসেমী, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, খেলাফত আন্দোলনের মহাসচিব আজম খান, মাওলানা হোসাইন আকন্দ, মাওলানা ইব্রাহিম বিন আলী, মাওলানা ইয়ামীন হোসাইন, ও মাছুম বিল্লাহ প্রমুখ।

সেমিনারে সভাপতির বক্তব্যে সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আবু জাফর কাসেমী বলেন, ‘চীন যেভাবে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন করছে কিন্তু এতে কারো কোনো মাথা ব্যথা নেই। আজ সারা বিশ্বের মুসলিম শাসকরা বিশেষ করে যাদের আমরা মুসলমানদের সাহায্যকারী এবং অভিভাবক মনে করি, সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোও চীনের অর্থ ও সামরিক প্রভাবে উইঘুর মুসলিম নিধনের বিষয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না।’

তিনি বলেন, ‘উইঘুর মুসলিমদের নিধন করতে চীন যে বর্বর নির্যাতন করছে তার প্রতিবাদে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা সরকারকে অনুরোধ করব, উইঘুর মুসলিমদের নির্যাতনের প্রতিবাদের চীনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করুন।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মিলিত ইসলামী ঐক্যজোটের মহাসচিব অ্যাডভোকেট খাইরুল আহসান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *