fbpx
হোম আন্তর্জাতিক চীনের বিরুদ্ধে মিসাইল ব্যবহার করবে ভারত
চীনের বিরুদ্ধে মিসাইল ব্যবহার করবে ভারত

চীনের বিরুদ্ধে মিসাইল ব্যবহার করবে ভারত

0

চীনের সঙ্গে বেড়েই চলেছে ভারতের সংঘাত। এর মধ্যে  বিমান থেকে  নিক্ষেপযোগ্য ব্রহ্মস মিসাইলকে যুদ্ধে ব্যবহারের জন্য সবুজ সঙ্কেত দিয়েছে ভারত সরকার।

এর ফলে নিরাপদ দূরত্ব থেকে চীনা সামরিক ঘাঁটি বা বিমান গুঁড়িয়ে দিতে পারবে ভারতীয় বায়ুসেনা।

চলতি বছরের শুরুতেই ভারতের অত্যাধুনিক সুখোই-৩০ যুদ্ধবিমানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সফল সংযোজন ঘটানো হয়। মিসাইলটির নির্মাতা জানিয়েছে, সমস্ত পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে।

এবার সরাসরি যুদ্ধে মিসাইলটিকে ব্যবহার করতে পারবে ভারতীয় বিমানবাহিনী। লাদাখ সীমান্তে সংঘর্ষের প্রেক্ষিতে ব্রহ্মসকে সামরিক অভিযানে অংশ নেওয়ার সবুজ সঙ্কেত দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইলগুলোর মাধ্যমে চীন ও পাকিস্তানকে এক সঙ্গে টেক্কা দেওয়া সম্ভব।  গত ডিসেম্বর মাসেই অত্যাধুনিক SU-30 MKI বা সুখোই যুদ্ধবিমান থেকে একটি ব্রহ্মস মিসাইল ছোঁড়া হয়।

২.৫ টন ওজনের এই মিসাইলটি ৩০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ফলে লাদাখ ও অরুণাচল প্রদেশে সহজেই চীনা ঘাঁটিগুলিকে নিশানা করা সম্ভব হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *