fbpx
হোম রাজনীতি চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়ার আহ্বান এবি পার্টির
চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়ার আহ্বান এবি পার্টির

চিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেয়ার আহ্বান এবি পার্টির

0

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা গ্রহনের সব ধরণের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী এবং সদস্য সচিব মজিবুর রহমান মন্জু। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একজন সিনিয়র সিটিজেন দীর্ঘদিন নানা অসুস্থতায় ভুগছেন কিন্তু তাকে পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না, এটি অমানবিক।

বেগম জিয়ার বিদেশে চিকিৎসা বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, আইন যেহেতু মানুষের জন্য সেহেতু প্রযোজনে আইন সংশোধন করে হলেও একজন সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে চিকিৎসা নিতে দেয়া উচিৎ। নেতৃবৃন্দ বলেন, মানবিকতা রাষ্ট্রের জন্য অপরিহার্য।

একজন সিনিয়র নাগরিক হিসেবে অবশ্যই বেগম খালেদা জিয়া রাষ্ট্রের মানবিক আচরণ পাবার অধিকার রাখেন। আইনের মারপ্যাঁচে বেগম জিয়ার চিকিৎসা ব্যাহত হলে, এর ফলে যদি কোন দূর্ঘটনা ঘটে সেটি কারো জন্যই সুখকর হবে না।

বেগম খালেদা জিয়ার সামাজিক এবং রাজনৈতিক অবস্থান বিবেচনায়ও বিদেশে তার চিকিৎসা পাবার অধিকার আছে বলে অভিমত দেন এবি পার্টি নেতৃবৃন্দ। তারা বলেন, বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের নেতারা ছোটখাটো অসুস্থতায়ও বিদেশে চিকিৎসা নিতে যান তাছাড়া চিকিৎসা ব্যবস্থার বেহাল দশার কারণেও দেশের অনেক নাগরিক আস্থা রাখতে পারেন না। অতএব সব বিবেচনা করে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান এবি পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিব।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *